PM Narendra Modi: দিল্লিতে পদ্মঝড়ে উড়ল আপের ঝাড়ু, বিরাট বার্তা মোদির
BJP Wins: দিল্লিতে পদ্ম-ঝড়, আম আদমি পার্টিকে দুরমুশ করে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি

নয়াদিল্লি : 'উন্নয়ন ও সুপ্রশাসনের জয়।' দিল্লিতে বিজেপির বিশাল জয়লাভের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখলেন, "বিজেপিকে ঐতিহাসিক জয় দেওয়ার জন্য আমার সব ভাই-বোনকে অভিবাদন ও অভিনন্দন। আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দিল্লির সার্বিক উন্নয়নে চেষ্টার কোনও খামতি রাখব না বলে আপনাদের গ্যারান্টি দিচ্ছি। এখানকার মানুষের জীবন আরও উন্নত করব। এর পাশাপাশি এটাও নিশ্চিত করব যে, উন্নত ভারত গঠনে দিল্লি যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।"
তাঁর সংযোজন, "বিজেপি সব কর্মীর জন্য আমি খুবই গর্বিত। এই বিশাল জয়লাভের জন্য তাঁরা দিনরাত এক করে কাজ করেছেন। এবার আমরা দিল্লির মানুষের সেবায় আরও শক্তিশালী হয়ে নিজেদের উৎসর্গ করব।"
जनशक्ति सर्वोपरि!
— Narendra Modi (@narendramodi) February 8, 2025
विकास जीता, सुशासन जीता।
दिल्ली के अपने सभी भाई-बहनों को @BJP4India को ऐतिहासिक जीत दिलाने के लिए मेरा वंदन और अभिनंदन! आपने जो भरपूर आशीर्वाद और स्नेह दिया है, उसके लिए आप सभी का हृदय से बहुत-बहुत आभार।
दिल्ली के चौतरफा विकास और यहां के लोगों का जीवन उत्तम…
দিল্লিতে ক্ষমতা দখলের পর এক্স হ্যান্ডেলে অরবিন্দ কেজরিওয়ালকে খোঁচা দিতে ছাড়লেন না মোদির সেকেন্ড-ইন-কম্যান্ড অমিত শাহ। দিল্লির ভোটাররা কেজরিওয়ালের 'শিশমহল' ভেঙে দিয়েছেন বলে আক্রমণ শানান তিনি । পাশাপাশি উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী দিল্লির মানুষের হৃদয়ে রয়েছেন।" শাহ লেখেন, "যাঁরা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, দিল্লির মানুষ তাঁদের সবক শিখিয়েছেন। এটা তাঁদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে যাঁরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকেন।"
दिल्ली के दिल में मोदी…🪷
— Amit Shah (@AmitShah) February 8, 2025
दिल्ली की जनता ने झूठ, धोखे और भ्रष्टाचार के ‘शीशमहल’ को नेस्तनाबूत कर दिल्ली को आप-दा मुक्त करने का काम किया है।
दिल्ली ने वादाखिलाफी करने वालों को ऐसा सबक सिखाया है, जो देशभर में जनता के साथ झूठे वादे करने वालों के लिए मिसाल बनेगा।
यह दिल्ली में…
আজ সকাল পর্যন্ত জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিল আম আদমি পার্টি। তৃতীয়বার ক্ষমতায় ফিরে অরবিন্দ কেজরিওয়াল হ্যাট্রিক গড়তে চলেছেন বলে দাবি করছিলেন দলীয় নেতৃত্ব। কিন্তু শনিবার দিল্লিতে ভোটগণনা শুরু হওয়ার পর থেকেই ছবিটা স্পষ্ট হতে শুরু করে। ভোট গণনা যতদূর এগিয়েছে, তাতে বিজেপি-ই রাজধানীতে সরকার গড়ার পথে এগিয়ে রয়েছে। শেষ পরিসংখ্যান অনুযায়ী, AAP ২২টি আসনে এগিয়ে, BJP এগিয়ে ৪৮টি আসনে। কংগ্রেস শূন্য। অর্থাৎ ৭০ আসনের বিধানসভায় সরকার গড়তে প্রয়োজনীয় ম্যাজিক সংখ্যা পার করে গিয়েছে BJP।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
