(Source: ECI/ABP News/ABP Majha)
Delhi on Covid19: দিল্লিতে ফিরল মাস্ক, না মানলে জরিমানাও
India Covid: শুক্রবার মাস্কবিধি নিয়ে নির্দেশ দিয়েছে দিল্লি প্রশাসন। নতুন করে মাস্কবিধি ফিরিয়ে আনা হয়েছে। কদিন আগে সংক্রমণ কমে যাওয়ায় মাস্কবিধি তুলে নেওয়া হয়েছিল।
নয়াদিল্লি: লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। বেশ কিছুদিন ধরেই দিল্লিতে ঊর্ধ্বগামী সংক্রমণ গ্রাফ। পরিস্থিতি সামলাতে ফের কড়া মাস্কবিধিতে ফিরল দিল্লি। বাড়ির বাইরে বেরলেই পরতে হবে মাস্ক।
কী নির্দেশ:
শুক্রবার মাস্কবিধি (Mask) নিয়ে নির্দেশ দিয়েছে দিল্লি প্রশাসন। নতুন করে মাস্কবিধি ফিরিয়ে আনা হয়েছে। কদিন আগে সংক্রমণ কমে যাওয়ায় মাস্কবিধি তুলে নেওয়া হয়েছিল। যাতে মাস্ক পরার নিয়ম মানা হয় তার জন্য জরিমানাও ফিরিয়ে আনা হয়েছে। মাস্ক না পরলে ৫০০ টাকার জরিমানা (Fine) করার নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেই কারণে এমন ব্যবস্থা বলে প্রশাসন সূত্রে খবর।
গাড়িতে ছাড়:
যেকোনও পাবলিক প্লেসে (Public Place) মাস্ক পরা বাধ্যতামূলক হলেও, ব্যক্তিগত চার চাকা গাড়িতে যাঁরা যাতায়াত করবেন, তাঁদের গাড়ির মধ্যে থাকার সময় মাস্ক পরা বাধ্যতামূলক নয়।
কেন এই সিদ্ধান্ত?
গত দুই সপ্তাহে দিল্লিতে কোভিড পজিটিভিটি রেট (Covid Positivity Rate) লাফিয়ে বেড়েছে। সেই কারণেই মাস্কবিধি ফিরিয়ে আনার ভাবনা প্রশাসনের। দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (Delhi Disaster Management Authority) বুধবার একটি মিটিংয়ে বসে, সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। নতুন কোনও নির্দেশ না আসা পর্যন্ত, মাস্ক পরা এবং তা অমান্য করলে জরিমানার নির্দেশ বলবৎ থাকবে।
স্কুল নিয়েও চিন্তাভাবনা:
স্কুলগুলিতে কোভিড সংক্রমণ রোখা নিয়ে চিন্তাভাবনা করেছে দিল্লি প্রশাসন। তার জন্য একটি স্পেশাল অপারেটিং প্রসিডিউর (Special Operating Procedure) প্রকাশ করা হয়েছে। কোনওরকম উপসর্গ থাকলে স্কুলে ঢুকতে দেওয়া হবে না পড়ুয়া, শিক্ষক বা শিক্ষাকর্মীকে। স্কুলের মূল দরজায় থার্মাল স্ক্রিনিংয়ের (Thermal Screening) ব্যবস্থাও করার নির্দেশ রয়েছে। স্কুলে ঢোকার সময়, ক্লাসরুম এবং অন্যত্র স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাজস্থানের আলওয়ারে ৩০০ বছরের পুরনো শিব মন্দির ধ্বংস করার অভিযোগে শুরু রাজনৈতিক তরজা
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )