Delhi MCD Results 2022 Live : "দিল্লিবাসীকে অভিনন্দন, পরিবর্তন আনার জন্য ধন্যবাদ", মন্তব্য কেজরিওয়ালের
MCD Results 2022 : বিপুল জয়লাভের আশায় বুক বাঁধছে আম আদমি পার্টি। কারণ, একাধিক এক্সিট পোলেও সেরকমই ইঙ্গিত মিলেছে।

Background
নয়া দিল্লি : আজ দিল্লি পৌরনিগমের ভোটের ফল ঘোষণা। জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি ও আপ উভয় দলই। বিপুল জয়লাভের আশায় বুক বাঁধছে আম আদমি পার্টি। কারণ, একাধিক এক্সিট পোলেও সেরকমই ইঙ্গিত মিলেছে। ভোটের গণনা শেষে জনাদেশ এবার তাদের পক্ষেই যাবে বলে মনে করছে কেজরিওয়াল বাহিনী। গত ১৫ বছর ধরে এখানে ক্ষমতায় রয়েছে গেরুয়া শিবির।
দিল্লি পৌরনিগমে ২৫০টি ওয়ার্ড রয়েছে। অর্থাৎ ক্ষমতা দখলের জন্য প্রয়োজন ১২৬টি আসনে জয়লাভ। গত রবিবার এখানে নির্বাচন হয়।
অধিকাংশ এক্সিট পোলে ইঙ্গিত মিলেছে, দিল্লির শাসক দল আম আদমি পার্টি এবার পৌরনিগমের ক্ষমতাও দখল করতে চলেছে। দ্বিতীয় স্থানে চলে যেতে পারে বিজেপি। Aaj Tak-এর এক্সিট পোল অনুযায়ী, ১৪৯ থেকে ১৭১টি ওয়ার্ডে জয়লাভ করতে পারে কেজরি-বাহিনী। অন্যদিকে, Times Now-এর এক্সিট পোল অনুযায়ী, ১৪৬ থেকে ১৫৬টি আসন পেতে পারে আম আদমি পার্টি।
Aaj Tak- বলছে, বিজেপি ৬৯ থেকে ৯১ আসন পেতে পারে। তবে, Times Now-এর তথ্য অনুযায়ী, ৮৪ থেকে ৯৪টি আসনে জয়লাভ করতে পারে গেরুয়া শিবির।
উভয় এক্সিট পোলেই একটা বিষয় কার্যত একমত দিয়েছে যে, কংগ্রেস ১০ বা তার কম আসন পেতে পারে। ২০১৭-র পৌরভোটে, বিজেপি ২৭০টি ওয়ার্ডের মধ্যে ১৮১টিতে জিতেছিল। অন্যদিকে, আপ পেয়েছিল ৪৮টি ও কংগ্রেস ২৭টি আসনে জয়লাভ করেছিল।
MCD Results 2022 : কঠিন এই কাজে সফল হওয়ার জন্য কেজরিওয়াল জি'কে অভিনন্দন, প্রতিক্রিয়া হরভজন সিংহের
বিরাট জয়। বড় প্রাপ্তি এই জয়। কঠিন এই কাজে সফল হওয়ার জন্য কেজরিওয়াল জি'কে অভিনন্দন জানাতে চাই। দিল্লি পুর নিগমের ভোটে আপের জয় প্রসঙ্গে প্রতিক্রিয়া প্রাক্তন ক্রিকেটার ও আপ সাংসদ হরভজন সিংহের।
MCD Results 2022 Live : ১৩৪ আসন জিতল আপ, ১০৪ আসনে বিজেপি
দিল্লি পুরভোটে ২৫০ আসনের ফল ঘোষণা। ১৩৪ আসনে জিতে ক্ষমতা দখল আম আদমি পার্টির। ১০৪ আসনে জয় ভারতীয় জনতা পার্টির। কংগ্রেসের জয় ৯ আসনে। নির্দলরা জিতল ৩ আসনে।























