Delhi MCD Results 2022 Live : "দিল্লিবাসীকে অভিনন্দন, পরিবর্তন আনার জন্য ধন্যবাদ", মন্তব্য কেজরিওয়ালের
MCD Results 2022 : বিপুল জয়লাভের আশায় বুক বাঁধছে আম আদমি পার্টি। কারণ, একাধিক এক্সিট পোলেও সেরকমই ইঙ্গিত মিলেছে।
LIVE
Background
নয়া দিল্লি : আজ দিল্লি পৌরনিগমের ভোটের ফল ঘোষণা। জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি ও আপ উভয় দলই। বিপুল জয়লাভের আশায় বুক বাঁধছে আম আদমি পার্টি। কারণ, একাধিক এক্সিট পোলেও সেরকমই ইঙ্গিত মিলেছে। ভোটের গণনা শেষে জনাদেশ এবার তাদের পক্ষেই যাবে বলে মনে করছে কেজরিওয়াল বাহিনী। গত ১৫ বছর ধরে এখানে ক্ষমতায় রয়েছে গেরুয়া শিবির।
দিল্লি পৌরনিগমে ২৫০টি ওয়ার্ড রয়েছে। অর্থাৎ ক্ষমতা দখলের জন্য প্রয়োজন ১২৬টি আসনে জয়লাভ। গত রবিবার এখানে নির্বাচন হয়।
অধিকাংশ এক্সিট পোলে ইঙ্গিত মিলেছে, দিল্লির শাসক দল আম আদমি পার্টি এবার পৌরনিগমের ক্ষমতাও দখল করতে চলেছে। দ্বিতীয় স্থানে চলে যেতে পারে বিজেপি। Aaj Tak-এর এক্সিট পোল অনুযায়ী, ১৪৯ থেকে ১৭১টি ওয়ার্ডে জয়লাভ করতে পারে কেজরি-বাহিনী। অন্যদিকে, Times Now-এর এক্সিট পোল অনুযায়ী, ১৪৬ থেকে ১৫৬টি আসন পেতে পারে আম আদমি পার্টি।
Aaj Tak- বলছে, বিজেপি ৬৯ থেকে ৯১ আসন পেতে পারে। তবে, Times Now-এর তথ্য অনুযায়ী, ৮৪ থেকে ৯৪টি আসনে জয়লাভ করতে পারে গেরুয়া শিবির।
উভয় এক্সিট পোলেই একটা বিষয় কার্যত একমত দিয়েছে যে, কংগ্রেস ১০ বা তার কম আসন পেতে পারে। ২০১৭-র পৌরভোটে, বিজেপি ২৭০টি ওয়ার্ডের মধ্যে ১৮১টিতে জিতেছিল। অন্যদিকে, আপ পেয়েছিল ৪৮টি ও কংগ্রেস ২৭টি আসনে জয়লাভ করেছিল।
MCD Results 2022 : কঠিন এই কাজে সফল হওয়ার জন্য কেজরিওয়াল জি'কে অভিনন্দন, প্রতিক্রিয়া হরভজন সিংহের
বিরাট জয়। বড় প্রাপ্তি এই জয়। কঠিন এই কাজে সফল হওয়ার জন্য কেজরিওয়াল জি'কে অভিনন্দন জানাতে চাই। দিল্লি পুর নিগমের ভোটে আপের জয় প্রসঙ্গে প্রতিক্রিয়া প্রাক্তন ক্রিকেটার ও আপ সাংসদ হরভজন সিংহের।
MCD Results 2022 Live : ১৩৪ আসন জিতল আপ, ১০৪ আসনে বিজেপি
দিল্লি পুরভোটে ২৫০ আসনের ফল ঘোষণা। ১৩৪ আসনে জিতে ক্ষমতা দখল আম আদমি পার্টির। ১০৪ আসনে জয় ভারতীয় জনতা পার্টির। কংগ্রেসের জয় ৯ আসনে। নির্দলরা জিতল ৩ আসনে।
WB News Live : "দিল্লিবাসীকে অভিনন্দন, পরিবর্তন আনার জন্য ধন্যবাদ", মন্তব্য কেজরিওয়ালের
"এই জয়ের জন্য দিল্লিবাসীকে অভিনন্দন। পরিবর্তন আনার জন্য তাঁদের ধন্যবাদ।" দিল্লি পৌরনিগম ভোটে জয় নিশ্চিত হওয়ার পর মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের।
[tw]
I congratulate the people of Delhi for this win and thank them for bringing change: Delhi CM and AAP national convenor Arvind Kejriwal as the party wins the Delhi MCD elections pic.twitter.com/UOctd9VjVC
— ANI (@ANI) December 7, 2022
[/tw]
MCD Results 2022 Live: একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পর দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে ভিক্ট্রি সাইন কেজরিওয়ালের
একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পর দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে ভিক্ট্রি সাইন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ কনভেনর অরবিন্দ কেজরিওয়াল, উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আপের ঝুলিতে এখনও পর্যন্ত ১৩২টি আসন, ১০৪টিতে জয়ী বিজেপি।
WB News Live : ১৫ বছর পর ২৫০ আসনের দিল্লি পুরসভা হাতছাড়া হতে চলেছে বিজেপির
১৫ বছর পর ২৫০ আসনের দিল্লি পুরসভা হাতছাড়া হতে চলেছে বিজেপির। দিল্লি বিধানসভার পর এবার রাজধানীতে পুরসভাও দখলের পথে আপ। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লি পুরসভা দখলের খুব কাছে আপ। দিল্লি পুরসভায় আম আদমি পার্টি এখনও পর্যন্ত জিতেছে ১২৬টি আসনে। বিজেপি জিতেছে ৯৭টি আসনে। কংগ্রেস জিতেছে ৭টি আসনে।
[tw]
#DelhiMCDPolls | AAP crosses majority mark, wins 126 seats, BJP wins 97 seats as counting continues.
— ANI (@ANI) December 7, 2022
Congress wins 7, leads on 3 and Independent candidates win 3.
Counting is underway for 250 wards. pic.twitter.com/tdlVFmXAvn
[/tw]