Delhi Protest: কেন্দ্রের বিরুদ্ধে দিল্লিতে সরব তৃণমূল, পোস্টার হাতে ধর্নায় সাংসদরা
পোস্টারে গণতন্ত্র, সংবিধান, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ও সংসদ বাঁচানোর ডাক দিয়েছেন তৃণমূল সাংসদরা।
নয়াদিল্লি: কেন্দ্রের বঞ্চনার অভিযোগে আজ কলকাতায় ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে কেন্দ্রের বিরুদ্ধে দিল্লিতে সরব তৃণমূল সাংসদরা। সংসদ ভবন চত্বরে অম্বেদকর মূর্তির সামনে পোস্টার নিয়ে ধর্নায় বসেছেন তাঁরা। পোস্টারে গণতন্ত্র, সংবিধান, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ও সংসদ বাঁচানোর ডাক দিয়েছেন তৃণমূল সাংসদরা।
এদিকে হাইভোল্টেজ বুধবার। মহানগরে পরপর মেগাইভেন্ট। কলকাতা জুড়ে একের পর এক রাজনৈতিক এবং অরাজনৈতিক কর্মসূচি।সরগরম ধর্মতলা চত্বর। এখানেই কয়েকশো মিটারের মধ্যে তিন তিনটে কর্মসূচি। বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারের নিচে, ৬২ দিন ধরে অবস্থান চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। দেশজুড়ে প্রচার করতে এদিন, হ্যাশট্যাগ-আন্দোলন শুরু করলেন তাঁরা। এখান থেকে একশো মিটার দূরে, শহিদ মিনার চত্বরেই তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশে বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আর, DA-আন্দোলন মঞ্চ থেকে প্রায় ৬০০ মিটার দূরে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনা, কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার, জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ তুলে, রেড রোডে অম্বেদকরের মূর্তির পাদদেশে দু-দিনের ধর্নায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দুপুর ১২টা নাগাদ ধর্নামঞ্চে আসেন তিনি। অম্বেদকরের মূর্তির মাল্যদান করে ৩০ ঘণ্টার ধর্না-আন্দোলন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের দাবি, ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে ১ লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে। অভিযোগ, বারবার, আবেদন করেও কাজ হয়নি। এমনকী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে, আবেদন করলেও টাকা দেওয়া হয়নি। এতদিন, কেন্দ্রের বিরুদ্ধে এই বঞ্চনার অভিযোগ সরকারি স্তরে ছিল। এবার, একে আম-জনতার ইস্যুতে পরিণত করতে চাইছে তৃণমূল। সেই মতো, রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে, সাংবিধানকে সামনে রেখে, দু-দিনের ধর্না-অবস্থান কর্মসূচি পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত ভোটের আগে, কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে ফেলতে এবং দলীয় কর্মীদের চাঙ্গা করতে, কলকাতা থেকে জেলা, এমনকী দিল্লিতেও আন্দোলনের ঝাঁঝ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলনেত্রী। কলকাতায় যখন ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন, দিল্লিতে আম্বেদকরের মূর্তির সামনে, অবস্থান-বিক্ষোভ করেন তৃণমূলের সাংসদরা। সংবিধান, সংসদ এবং গণতন্ত্রকে রক্ষা কর, এই পোস্টার হাতে বিক্ষোভ দেখান তৃণমূলের সাংসদরা। ওঠে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে স্লোগান। এর পাশাপাশি, একই অভিযোগে জেলায়-জেলায় এবং ব্লকে-ব্লকেও অবস্থানে বসেন তৃণমূলের নেতা-কর্মীরা। মূল মঞ্চের দু-পাশে দুটো তাবু করা হয়েছে। এখানেই রয়েছে তৃণমূলের নেতা-কর্মীরা। ৩০ ঘণ্টার এই ধর্নার মাঝে, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কাজে যেন কোনও সমস্যা না হয়, তাই ধর্না মঞ্চের কাছে অস্থায়ী অফিস করা হয়েছে।