Delhi Police: সন্দেহ এড়াতে রূপান্তরকামী সেজে বাজারে ঘুরঘুর, ট্র্যাফিক সিগন্যালে ভিক্ষা ! অবৈধভাবে ঢোকা ৩ বাংলাদেশিকে ধরল দিল্লি পুলিশ
Illegal Bangladeshi Nationals Arrested: অভিযান চলাকালীন চারটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। যাতে একটি নিষিদ্ধ অ্যাপ্লিকেশন ছিল।

নয়াদিল্লি : কেউ যাতে বুঝতে না পারে তাই রূপান্তরকামীর বেশে ঘুরছিল তিন বাংলাদেশি। কিন্তু, পুলিশের চোখে ধূলো দেওয়ার তাদের সেই উদ্যোগ ব্যর্থ হল। অবৈধভাবে ভারতে ঢোকা তিন বাংলাদেশি নাগরিককে পাকড়াও করল দিল্লি পুলিশ। সংবাদ সংস্থা PTI সূত্রের খবর। এক পুলিশ আধিকারিক জানান, আজাদপুর নিউ সবজি মাণ্ডির কাছে তাদের গ্রেফতার করা হয়েছে।
নির্দিষ্ট খবরের ভিত্তিতে গত ৮ মে অভিযানে নামে পুলিশ। ওই তিন বাংলাদেশি পুরুষ নাগরিক ভুয়ো ট্রান্সজেন্ডার পরিচয় ব্যবহার করছিল। শহরের মানুষের মধ্যে মিশে যেতে তারা ট্র্যাফিক সিগন্যালে ভিক্ষা করত। যাতে কেউ তাদের সন্দেহ না করে। যদিও তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ।
অভিযান চলাকালীন চারটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। যাতে একটি নিষিদ্ধ অ্যাপ্লিকেশন ছিল। যা তারা বাংলাদেশে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য ব্যবহার করত। অভিযুক্তদের নাম- মহম্মদ মাকসুদা, আবদুল হাকিম ও ফৈইম পায়াল। ঢাকা, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ...বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা তারা। জিজ্ঞাসাবাদের সময় তারা পুলিশকে জানিয়েছে যে, এজেন্টের সাহায্য নিয়ে সীমান্তের ছিদ্রপথ দিয়ে তারা অবৈধভাবে ভারতে ঢুকেছিল। এরপর ট্রেনে চেপে দিল্লিতে প্রবেশ। তারা স্বীকার করেছে যে, তারা নারীসুলভ দেখানোর জন্য এবং মানুষকে প্রতারণা করার জন্য এ ধরনের পোশাক সহ শারীরিক পরিবর্তন ব্যবহার করেছে।
দিল্লি পুলিশের অপারেশন জারি রয়েছে কয়েকদিন ধরেই। অবৈধ ভাবে যেসব বাংলাদেশি দিল্লিতে বসবাস করেছে, তাদের খুঁজে বের করে ফেরত পাঠানো হচ্ছে। দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম দিল্লিতে এখনও পর্যন্ত প্রায় বহু বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। গত জানুয়ারি মাসেই দিল্লিতে তলাশি চালিয়ে ৯ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। দিল্লি পুলিশের তরফে জানানো হয়, মধ্য দিল্লি থেকে ১৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকড়াও করে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে। এছাড়াও ৩১ জন সন্দেহভাজন, যাদের বাংলাদেশের নাগরিক বলে অনুমান করছে দিল্লি পুলিশ, তারা এখন দিল্লি পুলিশের হেফাজতেই রয়েছে।
সম্প্রতি সহিদুল ইসলাম নামের এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয় দিল্লি থেকে। বাংলাদেশের নথি নিয়েই দিল্লিতে বসবাস করছিল সে। পুলিশ সূত্রে খবর, বৈধ নথি ছাড়াই গত ৩ বছর ধরে দিল্লিতে থাকছিল সহিদুল। দক্ষিণ-পশ্চিম দিল্লি থেকে গ্রেফতার করা হয় সহিদুলকে।
বিস্তারিত আসছে...






















