TMC MP Dev: প্রাপ্ত ভোটের সমান গাছ লাগাবেন বলেছিলেন, যোগ করলেন হিরণের সংখ্যাও, ঘাটালে বৃক্ষরোপণ দেবের
Ghatal News: প্রতিশ্রুতি মতো ঘাটালে বৃক্ষরোপণের কাজে হাত দিলেন দেব, তাতে ট্যুইস্টও আনলেন।
অমিত জানা, ঘাটাল: লোকসভা নির্বাচনে ঝুলিতে যত ভোট ঢুকবে, সমসংখ্যক বৃক্ষরোপণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার সেই কাজে হাত দিলেন ঘাটালের বিজিত তৃণমূল সাংসদ দেব। রবিবার ঘাটালে (Ghatal News) বৃক্ষরোপণের কাজ শুরু করলেন তৃণমূলের তারকা সাংসদ। মোট ৮ লক্ষ ৪১ হাজার ১৯৫টি ভোট পেয়েছেন দেব। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে হারিয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৮৬৮ ভোটে। প্রাথমিক পর্যায়ে ২ লক্ষ বৃক্ষরোপণ করবেন দেব, তার পর ধাপে ধাপে এগোবেন। (TMC MP Dev)
রাজনীতি থেকে সরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেও, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর মানভঞ্জন করেন। এর পর ঘাটালে মনোনয়নপত্র জমা দিতে গিয়েই দেব জানান, যত ভোট পাবেন, ঘাটালের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকায় তার সম সংখ্যক গাছ লাগাবেন তিনি। সেই কাজে এবার হাত দিলেন তিনি। (Ghatal Loksabha Elections 2024)
ঘাটালে জয়ী হওয়া নিয়ে গোড়া থেকেই আত্মবিশ্বাসী ছিলেন দেব। যে কারণে, ফলাফল ঘোষণার আগেই, নার্সারিতে গাছের অর্ডার দিয়ে দেন তিনি। গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর সেকথা দেব নিজেই জানান। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করাকে যেমন প্রাধান্য দেবেন, তেমনই জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় গাছ লাগানো এবং জলের সমস্যা ঘোচানোর কাজকে অগ্রাধিকার দেবেন বলে জানান।
সেই মতো রবিবার সকালে প্রথমে ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সবং ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের উচিতপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মাঠে বৃক্ষরোপণ শুরু করেন তিনি। দেব বলেন, "ঘাটালের সাতটি বিধানসভা কেন্দ্রে আজ বৃক্ষরোপণ করব। প্রথমে সবংয়ে ৬০০ গাছ লাগানো হয়েছে। যত ভোট পাব, তত গাছ লাগাব বলেছিলাম।" শুধু নিজের প্রাপ্ত ভোট নয়, হিরণ এবং অন্য বিরোধীদের প্রাপ্ত ভোট ধরে মোট ১৫ লক্ষ গাছ লাগাতে চলেছেন।
এদিন ঘাটালে দাঁড়িয়ে দেব বলেন, "ভারতে এই প্রথম এমন উদ্যোগ। রাস্তার দুই ধারে গাছ লাগাব আমরা। বলেছিলাম, আমি যত ভোট পাব, তত গাছ লাগাব। সিদ্ধান্ত পাল্টে বলছি। শুধু নিজের প্রাপ্ত ভোটের সমসংখ্যক নয়, হিরণ, বামপ্রার্থী তপন গঙ্গোপাধ্যায় এবং বাকি যে যত ভোট পেয়েছেন, সেই সংখ্যক গাছ লাগাব। নোটায় ভোট দিয়েছেন যাঁরা, তাঁরা কাউকে চাননি। তাই শুধু তাঁদেরটা বাদ রাখলাম। অর্থাৎ ঘাটাল লোকসভা কেন্দ্রে সব প্রার্থীর পক্ষে যত ভোট পড়েছে, তত গাছ লাগাব, প্রায় ১৫ লক্ষ।" দেবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঘাটালের বাসিন্দারা।