(Source: Poll of Polls)
Debangshu Bhattacharya: 'নিজের ১০১% দিয়েছি...বেইমানির কাছে হেরেছি', মমতার বার্তার পর ক্ষোভ প্রকাশ দেবাংশুর
Tamluk Debangshu Bhattacharya FB Post: ফেসবুক পোস্ট তমলুকের পরাজিত তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য লেখেন, 'তমলুকের জন্য ১০১ শতাংশ পরিশ্রম করেছি'...
অনির্বাণ বিশ্বাস এবং বিটন চক্রবর্তী, কলকাতা: লোকসভা ভোটে (Lok Sabha Election) রাজ্যে বিপুল জয়ের পর শনিবার কালীঘাটে (Kalighat) নব নির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে দেবাংশুর (Debangshu Bhattacharya) আরও সক্রিয় হওয়া উচিত ছিল, এমন কথাই বলেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলনেত্রীর কড়া বার্তার পর রবিবার বিস্ফোরক পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য।
ফেসবুক পোস্ট তমলুকের পরাজিত তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য লেখেন, 'তমলুকের জন্য ১০১ শতাংশ পরিশ্রম করেছি। সকাল ৮ থেকে দুপুর ১ পর্যন্ত প্রচার করতাম, তারপর দুপুর ৩টেয় বেরিয়ে যেতাম। রাত পর্যন্ত মিটিং, মিছিল, প্রচার করেছি। বিরোধী প্রার্থী আধবেলা প্রচার না করেও জিতে গেছেন। আমি পাগলের মতো বুথে বুথে ঘুরেও জিততে পারিনি। নির্বাচনী ক্ষেত্রে নেমে সাংগঠনিক পরিস্থিতি দেখে চমকে গিয়েছিলাম। মনে হয়েছিল হঠাৎ অগ্নিকুণ্ডে এসে পড়েছি। অনেক অভিজ্ঞতা হয়েছে, আড়াই মাস প্রচুর ভিড়মি খেয়েছি। প্রকাশ্যে সবটা লিখতে বা বলতে চাই না। মার্চে ওজন ছিল ৮৩ কেজি, আজ হয়েছে ৭৭ কেজি। আগামী দিনে এই রাজনৈতিক নদী পথ কোন মোহনায় নিয়ে গিয়ে ফেলবে জানি না। শুধু জানি, আমার নৌকা খোয়া গেছে, কেবল নিজেকে ভাসিয়ে, বাঁচিয়ে রেখেছি....'।
দেবাংশুকে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
কালীঘাটের বৈঠক থেকে দেবাংশুকে মমতা বলেছিলেন, 'তোমার বয়সে আমি যখন যাদবপুরে দাঁড়িয়ে ছিলাম। সকাল ৭ থেকে প্রচারে থাকতাম, বাড়ি বাড়ি যেতাম। তুমি বেলা ১২টায় বেরিয়েছ', এমনটাই সূত্রের খবর।
মমতার সেই বার্তার প্রেক্ষিতেই এদিনের এই পোস্ট দেবাংশুর, এমনটাই মত রাজনৈতিক মহলের।
এদিকে, দেবাংশু ভট্টাচার্যের এজেন্টের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। বিস্ফোরক অভিযোগ তৃণমূলের তমলুক জেলা কমিটির সদস্যের। '৪ জুন ১৭ রাউন্ড গণনার পর কাউন্টিং এজেন্টদের বাইরে চলে যেতে বলেন দেবাংশুর ইলেকশন এজেন্ট। কেন ইলেকশন এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল?' প্রশ্ন তৃণমূলের তমলুক জেলা কমিটির সদস্য জয়দেব বর্মনের। 'অভিযোগ সঠিক নয়, উচ্চ নেতৃত্বের নির্দেশেই যা করার করেছি', দাবি দেবাংশুর ইলেকশন এজেন্ট সোমনাথ বেরার ।
প্রসঙ্গত, তমলুক লোকসভায় এবার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে ৭৭ হাজার ৭৩৩ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে