Sukanya Samriddhi Yojana: কম বিনিয়োগে বেশি মুনাফা, ১ টাকায় মেয়ের ভবিষ্যৎ সুনিশ্চিত করে এই স্কিম
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) হল কন্যাদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি স্বল্প সঞ্চয় প্রকল্প। যা 'বেটি বাঁচাও বেটি পড়াও' অভিযানের অধীনে চালু করা হয়েছিল।
নয়াদিল্লি: দীপাবলির সময় আলোর রোশনাইয়ের মাঝে খেয়াল রাখুন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের দিকে। দিনে মাত্র এক টাকা দিয়ে শুরু করতে পারেন সুকন্যা সমৃদ্ধি যোজনা Sukanya Samriddhi Yojana (SSY)। কেন্দ্রীয় সরকারের এই যোজনায় কম টাকা জমা করে পেতে পারেন বিপুল পরিমাণ অর্থ।
Sukanya Samriddhi Yojana (সুকন্যা সমৃদ্ধি যোজনা)
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) হল কন্যাদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি স্বল্প সঞ্চয় প্রকল্প। যা 'বেটি বাঁচাও বেটি পড়াও' অভিযানের অধীনে চালু করা হয়েছিল। SSY বাজারের বেশিরভাগ স্বল্প সঞ্চয় স্কিম থেকে বেশি রিটার্ন অফার করে। এর মাধ্যমে মেয়ের ভবিষ্যতের সুরক্ষার পাশাপাশি ভাল সঞ্চয় করতে পারবেন আপনি। যা আবার আয়কর বাঁচাতে আপনাকে সাহায্য করবে। কেবল দিনে এক টাকা সঞ্চয় করেও এই স্কিমে টাকা রাখতে পারবেন গ্রাহক।
কত টাকা বিনিয়োগ করা যাবে বছরে ? (How much can you invest in a year)
সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগের ক্ষেত্রে বছরে ন্যূনতম ২৫০ টাকা রাখতে হবে আমানতকারীকে। বছরে চাইলে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা রাখা যাবে অ্যাকাউন্টে। তবে এর বেশি রাখতে পারবেন না অ্যাকাউন্ট হোল্ডার।
কোন বয়সে করা যাবে যোজনা ?
Post Office-এর এই স্কিমে টাকা রাখার ক্ষেত্রে মেয়ের বয়স খুবই গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি এই স্কিমে আপনি বিনিয়োগ করবেন, তত বেশি লাভ। তবে মেয়ের বয়স ১০ বছরের বেশি হলে এই যোজনায় ইনভেস্ট করা যাবে না। বিশেষজ্ঞরা বলেন, বিনিয়োগের ক্ষেত্রে মেয়ের বয়স ১ বছর হলে সবথেকে বেশি লাভ পাবেন অভিভাবকরা।
সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) কত বছরের প্ল্যান ?
১ বছর বয়সে ইনভেস্ট করে মেয়ের ২২ বছরে পুরো টাকা পাবেন আমানতকারী। আসলে ২১ বছরের যোজনা এই সুকন্যা সমৃদ্ধি। যেখানে ৭.৬ শতাংশ ইন্টারেস্ট পাবেন আপনি। মোট ১৫ বছর টাকা দিতে হয় সুকন্যা সমৃদ্ধি যোজনায়। পরবর্তী ৬ বছর টাকা না দিলেও সুদ পাবেন আমানতকারী।তবে শুধু পোস্ট অফিস নয়, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা যায়।