এক্সপ্লোর
Advertisement
সঞ্জয় রাউতের কঙ্গনার কাছে ক্ষমা চাওয়া উচিত, টুইট দিয়া মির্জার
গত শনিবার টুইট করে কঙ্গনা বলেছিলেন, তিনি শিবাজি মহারাজকে অসম্মান করেননি। শুধু বাকস্বাধীনতার পক্ষে সওয়াল করেছিলেন।
মুম্বই: শিবসেনা এবং কঙ্গনা রানাউতের চলতি বাকযুদ্ধে ’কুইন‘ অভিনেত্রীর পাশে দাঁড়ালেন দিয়া মির্জা। কঙ্গনার বিরুদ্ধে অভব্য শব্দ ব্যবহারের জন্য শিবসেনা নেতা তথা সাংসদ সঞ্জয় রাউতের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন দিয়া। টুইটারে তিনি লিখেছেন, ’ওই অপশব্দ ব্যবহারের জন্য অবশ্যই ক্ষমা চাওয়া উচিত‘।
অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর থেকেই সরব কঙ্গনা। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি ও মুম্বইয়ের পরিস্থিতি নিয়ে তাঁর কিছু মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কে জড়িয়ে পড়েছেন শিবসেনা নেতা সঞ্জয়ও। তিনি অভিযোগ করেছিলেন, মহারাষ্ট্র ও শিবাজি মহারাজকে অপমান করেছেন কঙ্গনা। অভিনেত্রীকে আক্রমণ করতে গিয়ে তিনি শালীনতার মাত্রাও ছাড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ। ওই বিষয়টি উল্লেখ করে দিয়ার টুইট, কঙ্গনাকে আক্রমণ করতে গিয়ে সঞ্জয় রাউত হারামখোর শব্দটি ব্যবহার করেছেন। এই ধরনের শব্দ ব্যবহারের তীব্র নিন্দা করছি। স্যর, কঙ্গনা যা বলেছে সে সম্পর্কে আপনার আপত্তি জানানোর পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু ওই ধরনের শব্দ ব্যবহারের জন্য আপনার ক্ষমা চাওয়া উচিত।
সোশ্যাল মিডিয়ায় মহিলাদের অসম্মানের প্রবণতা নিয়েও সরব হয়েছেন দিয়া। নিজের টুইটার হ্যান্ডলে তিনি লিখেছেন, গত কয়েক মাস ধরে লক্ষ্য করছি, বেনজির ভাবে কুকথা ও ব্যক্তিগত আক্রমণের মাত্রা বেড়ে গিয়েছে। সমাজে এই ধরনের ঘটনা মহিলাদের জন্য নিরাপদ নয়। দুর্ভাগ্যজনক হলেও কিছু মহিলার এই ধরনের সংস্কৃতির প্রতি সমর্থন রয়েছে। এটা বন্ধ হওয়া উচিত। আমাদের এক জোট হতে হবে। গত শনিবার টুইট করে কঙ্গনা বলেছিলেন, তিনি শিবাজি মহারাজকে অসম্মান করেননি। শুধু বাকস্বাধীনতার পক্ষে সওয়াল করেছিলেন। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী কঙ্গনার মুম্বইয়ে থাকা নিয়ে প্রশ্ন তোলায় মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের মতো লাগছে বলে টুইট করেছিলেন তিনি।Strongly condemn the word ‘haramkhor’ used by @rautsanjay61. Sir you have every right to express your displeasure for what Kangana has said but you must apologise for using such language. https://t.co/6uY3AObCcw
— Dia Mirza (@deespeak) September 5, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement