US Citizenship Gold Card: আমেরিকার নাগরিকত্ব বিক্রি, দাম বেঁধে দিলেন ট্রাম্প, জানালেন, অভিবাসী ধনী হলে আপত্তি নেই
Donald Trump: অন্য দেশ থেকে দলে দলে আমেরিকায় এসে ভিড় করা নিয়ে বরাবরই সমালোচনার সুর শোনা গিয়েছে ট্রাম্পের মুখে।

ওয়াশিংটন: আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে ব্যবসায়ী হিসেবেই পরিচিত ছিলেন। সেই ব্যবসায়ী সত্তা যে টাল খায়নি এতটুকু, প্রতিনিয়ত তা বুঝিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্য দেশের সঙ্গে শুল্কযুদ্ধের ঘোষণা করেছেন আগেই। এবার তিনি দেশের নাগরিকত্বের মূল্য নির্ধারণের পথে হাঁটতে চলেছেন বলে খবর। আমেরিকার নাগরিকত্ব প্রদানে নয়া নিয়ম আনতে চলেছেন তিনি, যার আওতায় মোটা টাকা ফেললেই সেদেশে পাকাপাকি ভাবে থাকা সম্ভব হবে। (US Citizenship Gold Card)
অন্য দেশ থেকে দলে দলে আমেরিকায় এসে ভিড় করা নিয়ে বরাবরই সমালোচনার সুর শোনা গিয়েছে ট্রাম্পের মুখে। এমনকি আমেরিকাকে বেআইনি অভিবাসী থেকে আমেরিকাকে মুক্ত করার ডাক দিয়েই দ্বিতীয়বার আমেরিকার মসনদে প্রত্যাবর্তন ট্রাম্পের। সেই থেকে সেনার বিমানে চাপিয়ে ভারত-সহ একাধিক দেশের অভিবাসীদের ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। সেই নিয়ে সকলে যখন অভিবাসী-বিরোধী বলে আক্রমণ করে চলেছেন, সেই সময়ই ট্রাম্পের পরবর্তী পরিকল্পনার কথা সামনে এল। (Donald Trump)
অন্য দেশ থেকে আসা বিত্তশালী অভিবাসীদের জন্য নয়া প্রকল্প আনতে চলেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ওই প্রকল্পের আওতায় ৫ মিলিয়ন ডলার ফেললেই Gold Card-এর দৌলতে আমেরিকার নাগরিকত্ব পাওয়া সম্ভব হবে। ৫ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩.৫২ কোটি টাকা। এমন ১০ লক্ষ Gold Card বিক্রির পরিকল্পনা রয়েছে ট্রাম্পের।
President Donald Trump said he is starting a program to offer residency and a path to citizenship to investors who pay $5 million.
— Bloomberg (@business) February 25, 2025
The US leader said the program, dubbed the “gold card,” would launch in two weeks https://t.co/53AXI2hNhl pic.twitter.com/UkmJzEDAuo
ট্রাম্প জানিয়েছেন, মোটা টাকার বিনিময়ে নাগরিকত্ব বিক্রি করে দেশের ঋণের বোঝা কমাবেন তিনি। সংবাদমাধ্যনে তিনি জানিয়েছেন, EB-5 অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রকল্প বাতিল করবেন তিনি। ওই প্রকল্পের আওতায় এতদিন বিদেশিরা আমেরিকায় মোটা টাকা বিনিয়োগ করে কর্মসংস্থানের ব্যবস্থা করতেন। বিনিময়ে পেতেন Green Card, যার দৌলতে আমেরিকার স্থায়ী বাসিন্দার মর্যাদা পেতেন তিনি। কেউ কেউ পারিবারিক সংযোগ, কেউ আবার চাকরির দৌলতেও Green Card পেতেন। সেই Green Card সরিয়ে Gold Card আনার ঘোষণা করেছেন ট্রাম্প। Green Card পেতে অনেক নিয়ম-নীতির মধ্য়ে দিয়ে যেতে হতো। সময়ও লাগত অনেকটা। ট্রাম্প জানিয়েছেন, সরাসরি Gold Card কেনা যাবে।
নাগরিকত্ব বিক্রি নিয়ে ট্রাম্পের বক্তব্য, "আমরা Gold Card বিক্রি করতে চলেছি। কার্ডের দাম রাখছি ৫ মিলিয়ন ডলার। এতে Green Card-এর মতোই সুযোগ-সুবিধা মিলবে। পাশাপাশি, আমেরিকার নাগরিকত্ব পাবেন। ওই কার্ড কিনে বিত্তশালীরা আমাদের দেশে চলে আসতে পারবেন।" আগামী দু'সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত বিশদ তথ্য প্রকাশের কথা জানিয়েছেন ট্রাম্প। সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, Gold Card কিনে আমেরিকা চলে আসতে পারেন রুশ নাগরিকরাও, বিশেষ করে রুশ ধনকুবেররা।
এতদিন EB-5 অভিবাসী বিনিয়োগকারী প্রকল্প চালু ছিল, যার মাধ্যমে আমেরিকার নাগরিকত্ব পাওয়া যেত। দেশের অর্থনীতি সচল রাখতে, কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ তৈরি করতে ১৯৯০ সালে কংগ্রেস ওই প্রকল্প চালু করে, যার আওতায় আমেরিকায় বিনিয়োগ করে দেশের নাগরিকত্ব পাওয়া যেত। কিন্তু ট্রাম্পের মতে, Green Card-এর মূল্য অত্যন্ত কম রাখা হয়েছিল। গোটা প্রকল্পটিকে 'জালিয়াতি' বলে উল্লেখ করেছেন তিনি। আমেরিকার নাগরিকত্ব অত সস্তায় বিক্রি করা নিয়ে আপত্তি তুলেছেন।
ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়েছে। শুধুমাত্র টাকা কী করে নাগরিকত্ব পাওয়ার মাপকাঠি হতে পারে, প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। ভালভাবে বাঁচার স্বপ্ন নিয়ে যাঁরা আমেরিকায় ভিড় করেন, তার জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না, শুধু অর্থবল নেই বলে তাঁদের ফিরিয়ে দেওয়া যায় কি না প্রশ্ন উঠছে। অন্য দিকে, ট্রাম্পের অনুগামীরা যদিও Gold Card প্রকল্পের সমর্থনে এগিয়ে এসেছেন। আমেরিকার নাগরিকত্বের ন্যায্য মূল্য ধার্য করার মধ্যে কোনও অন্যায় দেখছেন না তাঁরা।


















