US Elections 2024: ফের হোয়াইট হাউসের দৌড়ে ট্রাম্প, লক্ষ্য ২০২৪-এর রাষ্ট্রপতি নির্বাচন
Donald Trump: সম্প্রতি আমেরিকায় মিডটার্ম নির্বাচন হয়েছে। তার ফল বেরনোর ঠিক পরপরই ট্রাম্পের এই সিদ্ধান্ত।
ওয়াশিংটন: ফের হোয়াইট হাউসের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে যে তিনি রয়েছেন তা এদিন ঘোষণা করেছেন তিনি। সংবাদ সংস্থা সূত্রের খবর, নির্বাচনী কর্তৃপক্ষের কাছে প্রচার শুরু করার জন্য মনোনয়ন পত্রও জমা করেছেন তিনি।
কী বলেছেন ট্রাম্প:
সংবাদ সংস্থা এএফপি সূত্রের খবর, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'আমেরিকাকে ফের উঁচু আসনে তুলতে, আমেরিকার (USA) রাষ্ট্রপতির পদের জন্য আমি আমার প্রার্থীপদ ঘোষণা করছি। আমেরিকার ফিরে আসা এবার শুরু হবে।' তাঁর বিপুল সংখ্যক সমর্থকদের সামনে তিনি এই ঘোষণা করেন। ফ্লোরিডায় (Florida) তাঁর মার-আ-লাগো এস্টেটে এই ঘোষণা করেন ট্রাম্প।
#BREAKING Trump files White House candidacy papers with US election authority pic.twitter.com/0e7GxJSeZL
— AFP News Agency (@AFP) November 16, 2022
সম্প্রতি আমেরিকায় মিডটার্ম নির্বাচন (Midterm Election) হয়েছে। সেখানে কংগ্রেসে যতগুলো আসন জেতার কথা ভেবেছিল রিপাবলিকানরা। তারা ততগুলো আসন জিততে পারেনি। তারপরেই ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা। মনে করা হচ্ছে, রিপাবলিকানদের এই হারের পরে দলে নিজের স্থান নতুন করে তুলে ধরতেই ট্রাম্পের এই পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে, রিপাবলিকানদের মুখ আসলে ট্রাম্প, এই ধারনা প্রচার করতেও এখন বদ্ধপরিকর ট্রাম্প। রিপাবলিকানদের মধ্যে থেকেই যাতে বিরোধিতা কম আসে তার জন্যও এখন চেষ্টা চালাচ্ছে ট্রাম্প শিবির। বিশেষজ্ঞদের একটি অংশের মতে, রিপাবলিকানদের প্রেসিডেন্ট নমিনি কে হবেন তা একেবারে ঠিক হবে ২০২৪ -এর সামারে। তার আগে দীর্ঘ লড়াই রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এত আগে প্রেসিডেন্ট পদের লড়াইয়ে ট্রাম্পের নাম লেখানোর কারণ রিপাবলিকান পার্টিরই দুটি মুখ। তাঁদের মধ্যে একজন ফ্লোরিডার গভর্নর রন ডি স্যান্টিস (Ron DeSantis) এবং ট্রাম্পের সময়ের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স (Mike Pence)। প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য তাঁদের পিছনে ফেলার চেষ্টায় ট্রাম্প শিবির।
ট্রাম্পের বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। ক্যাপিটল হিলে (Capitol Hill) হিংসার ঘটনায় তিনি যেমন অভিযুক্ত। তেমনই তাঁর ব্যবসা-সংক্রান্ত কাজেও নানা অভিযোগের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন: এই তারিখে ফিরছে ট্যুইটার ব্লু-টিক, খোদ ঘোষণা করলেন মাস্ক