Donald Trump: ‘মৃত অর্থনীতি নিয়ে ডুবে যাক ভারত ও রাশিয়া’, শুল্ক-ঘোষণার পর তীক্ষ্ণ মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের
US Tariff on India: বুধবার হঠাৎই ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক ও পেনাল্টির ঘোষণা করেন ট্রাম্প।

নয়াদিল্লি: ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছেন। নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার সঙ্গে লেনদেন চালিয়ে যাওয়ার জন্য জরিমানা বা পেনাল্টির ঘোষণাও করেছেন তিনি। এবার ভারত ও রাশিয়াকে নিয়ে তীক্ষ্ণ মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, রাশিয়া এবং ভারতের ব্যাপারে ভাবতেই চান না তিনি। মৃত অর্থনীতি নিয়ে ডুবে যেকে পারে দুই দেশই।
আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্কের হার নিয়ে গত কয়েক মাস ধরে ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা চলছিল। কিন্তু বুধবার হঠাৎই ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক ও পেনাল্টির ঘোষণা করেন ট্রাম্প। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে ভারত এখনও পর্যন্ত সংযমই দেখিয়ে আসছে। তবে ট্রাম্প কোনও ভাবেই রেয়াত করছেন না দিল্লিকে।
গতকাল নিজের সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ভারতের উপর শুল্ক চাপানোর ঘোষণা করেন ট্রাম্প। সেই ট্রুথ সোশ্যালেই ভারত ও রাশিয়াকে নিয়ে তীক্ষ্ণ মন্তব্য করেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘ভারত রাশিয়ার সঙ্গে কী করবে, তাতে আমার কিছু যায় আসে না। নিজেদের মৃত অর্থনীতি নিয়ে একসঙ্গে ডুবে যেতে পারে ওরা। ভারতের সঙ্গে যৎসামান্য ব্যবসা-বাণিজ্য করেছি আমরা। ওদের শুল্ক খুব বেশি, পৃথিবীর মধ্যে সর্বোচচ্। একই ভাবে, রাশিয়া এবং আমেরিকার মধ্যেও ব্য়বসা-বাণিজ্য নেই। সেটাই বজায় থাকুক’।
( @realDonaldTrump - Truth Social Post )
— Donald J Trump Posts TruthSocial (@TruthTrumpPost) July 31, 2025
( Donald J. Trump - Jul 31, 2025, 12:00 AM ET )
I don’t care what India does with Russia. They can take their dead economies down together, for all I care. We have done very little business with India, their Tari… pic.twitter.com/nYtCdoCAhO
রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকেও নিশানা করেন ট্রাম্প। ট্রাম্প যে আচরণ করছে, তাতে যুদ্ধ পরিস্থিতি দেখা দিতে পারে বলে সতর্ক করেছিলেন দিমিত্রি। কিন্তু সেই সতর্কবার্তায় আমল দিতে নারাজ ট্রাম্প। তাঁর বক্তব্য, ‘মেদভেদেভকে বলুন, উনি একজন ব্যর্থ প্রাক্তন প্রেসিডেন্ট। নিজেকে এখনও প্রেসিডেন্ট ভাবছেন উনি। বুঝেশুনে কথা বলতে বলুন। অত্যন্ত বিপজ্জনক জায়গায় ঢুকছেন উনি’।
ভারত ও রাশিয়ার মধ্যে যে সখ্য রয়েছে, গোড়া থেকেই তা নিয়ে নানা টিপ্পনি করে আসছিল ট্রাম্প সরকার। গতকাল ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক ও পেনাল্টির ঘোষণা করতে গিয়েও সেই প্রসঙ্গ উঠে আসে ট্রাম্পের মুখে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ না করা সত্ত্বেও ভারত যে রাশিয়ার থেকে সামরিক সরঞ্জাম এবং তেল কিনছে, তার ফলস্বরূপই যে পেনাল্টি চাপানো হয়েছে, স্পষ্ট বুঝিয়ে দেন।






















