এক্সপ্লোর
পাকিস্তানের নয়া মানচিত্রে জম্মু ও কাশ্মীর বিতর্কিত ভূখণ্ড, স্যার ক্রিক, জুনাগড়ও তাদের, প্রতিবাদে মস্কোয় এনএসএদের বৈঠক ছাড়লেন ডোভাল
প্রসঙ্গত, ৩৭০ অনুচ্ছেদের আওতায় জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্য়ের মর্যাদা লোপের প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে পাকিস্তানের নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেন প্রধানমন্ত্রী ইমরান খান। তাতে গোটা জম্মু ও কাশ্মীরকে বিতর্কিত ভূখণ্ড, সিয়াচেনকেও পাকিস্তানের অংশ বলে দেখানো হয়েছে।
![পাকিস্তানের নয়া মানচিত্রে জম্মু ও কাশ্মীর বিতর্কিত ভূখণ্ড, স্যার ক্রিক, জুনাগড়ও তাদের, প্রতিবাদে মস্কোয় এনএসএদের বৈঠক ছাড়লেন ডোভাল Doval walks out of SCO NSAs meet over new Pakistan map পাকিস্তানের নয়া মানচিত্রে জম্মু ও কাশ্মীর বিতর্কিত ভূখণ্ড, স্যার ক্রিক, জুনাগড়ও তাদের, প্রতিবাদে মস্কোয় এনএসএদের বৈঠক ছাড়লেন ডোভাল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/10/03122804/NSA-Ajit-Doval_0_0_0_0_0.gif?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য দেশগুলির জাতীয় নিরাপত্তা পরামর্শদাতাদের (এনএসএ) ভার্চুয়াল বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন ভারতের জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল। জম্মু ও কাশ্মীরকে বিতর্কিত ভূখণ্ড বলে দেখিয়ে পাকিস্তানের নতুন মানচিত্র পেশের প্রতিবাদেই তাঁর এই সিদ্ধান্ত। ভারতের বক্তব্য, আয়োজক দেশ ‘রাশিয়ার অ্যাডভাইজরিকে চরম উপেক্ষা করে’ পাকিস্তান উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দেশের ‘আজগুবি মানচিত্র তুলে ধরেছে’।
এ ব্য়াপারে সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ভার্চুয়াল বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি ডঃ মঈদ ইউসুফ দেশের একটি নতুন মানচিত্র তুলে ধরেন যাতে জম্মু ও কাশ্মীরকে বিতর্কিত ভূখণ্ড বলে দেখানোর পাশাপাশি স্যার ক্রিক এলাকা ও গুজরাতের সাবেক জুনাগড়কেও তার অংশ বলে দাবি করা হয়েছে। বৈঠকের আয়োজক এসসিও-র চেয়ার রাশিয়া। পাকিস্তানি এনএসএ একটি ভুয়ো মানচিত্র হাজির করেন যা পাকিস্তান সম্প্রতি প্রচার করে চলেছে। পাকিস্তানের ওই মানচিত্র পেশ আয়োজক রাশিয়ার তার বিরুদ্ধে দেওয়া অ্য়াডভাইসরির অসম্মান, বৈঠকের রীতিনীতির সম্পূর্ণ পরিপন্থী বলে দাবি করেন শ্রীবাস্তব। জানান, রুশ এনএসএ-র সঙ্গে আলোচনার পর ডোভাল এর প্রতিবাদে বৈঠক ছাড়েন। শ্রীবাস্তব বলেন, পূর্ব ধারণা মতোই পাকিস্তান বৈঠক সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করে।
পাকিস্তানের শাসক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের দাবি, দেশের নতুন মানচিত্র নিয়ে এসসিও তার অবস্থানে সম্মত হয়েছে, বৈঠক ত্যাগের আগে ডোভালের তোলা আপত্তিও খারিজ করেছে।
প্রসঙ্গত, ৩৭০ অনুচ্ছেদের আওতায় জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্য়ের মর্যাদা লোপের প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে পাকিস্তানের নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেন প্রধানমন্ত্রী ইমরান খান। তাতে গোটা জম্মু ও কাশ্মীরকে বিতর্কিত ভূখণ্ড, সিয়াচেনকেও পাকিস্তানের অংশ বলে দেখানো হয়েছে। কাশ্মীরের পূব দিকে কোনও সীমানা দেখানো নেই, যেখানে চিন বেআইনিভাবে আকসাই চিন দখল করে রেখেছে। স্যার ক্রিক, সাবেক জুনাগড়কেও পাক ভূখণ্ড বলে হদাবি করা হয়েছে।
ভারত অবশ্য ওই মানচিত্রের সত্যতা খারিজ করে দিয়েছে, তাকে ‘রাজনৈতিক অবাস্তবতার উদাহরণ’ তকমা দিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)