Anti-Covid Drug Developed by DRDO: কোভিড মোকাবিলার নয়া অস্ত্র, ডিআরডিও-র তৈরি ওষুধে ছাড়পত্র ডিসিজিআই-এর
পাউডার আকারে পাউচে মিলবে। চিকিৎসকরা জানাচ্ছেন জলে গুলে খেতে হবে এই ওষুধ।
নয়াদিল্লি: করোনা রোগীদের ব্যবহারের অনুমোদন পেল জন্য ডিআরডিও-র তৈরি নতুন ওষুধ। জরুরি ভিত্তিতে ডিআরডিও-র তৈরি ওষুধ ব্যবহারে অনুমতি দিল ডিসিজিআই। জানানো হয়েছে, জরুরি পরিস্থিতিতে এই ওষুধ ব্যবহার করা যেতে পারে। ডিআরডিও-র গবেষণাগারে তৈরি ওষুধের নাম ‘২ ডি-অক্সি ডি গ্লুকোজ’, সংক্ষেপে ‘২ ডিজি’। জানা গিয়েছে, ভারতে ২২০ জন রোগীর ওপর এই ওষুধ প্রয়োগে আশানুরূপ ফল মিলেছে।
করোনা পরিস্থিতিতে গোটা দেশ লড়ছে। নিত্যনতুন আবিষ্কারে মহামারী থেকে মুক্তির পথ খুঁজছেন বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতেই ডাঃ রেড্ডি ল্যাবরেটরিজ এবং ডিআরডিও-র যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই ওষুধ। কীভাবে ব্যবহার হবে এই ওষুধ? পাউডার আকারে পাউচে মিলবে। চিকিৎসকরা জানাচ্ছেন জলে গুলে খেতে হবে এই ওষুধ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোভিড মোকাবিলায় অন্তত্য কার্যকর এই ওষুধ। পাশাপাশি রোগীর দেহে অক্সিজেন সরবরাহেও কার্যকর ভূমিকা রয়েছে।
দেখা গিয়েছে, এই ওষুধ ব্যবহারকারীদের বাইরে থেকে অক্সিজেন সাপ্লাই-এর প্রয়োজন হয়নি। দেখা গিয়েছে এই ওষুধ ব্যবহারকারী একটি বড় অংশের রোগীর আরটিপিসিআর পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। গতবছর মে থেকে অক্টোবর পর্যন্ত এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ চলেছে। যাঁদের এই ওষুধ দেওয়া হয়েছে তাঁরা দ্রুত কোভিড মুক্ত হয়েছেন বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা
দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, আজই ভারতে দৈনিক মৃত্যু পেরিয়েছে চার হাজারের গণ্ডি। তবে সংক্রমণ সামান্য কমলেও দৈনিক আক্রান্তের সংখ্যা আজও চার লক্ষের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন।
শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮। বৃহস্পতিবার একদিনে আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। শুক্রবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৯১৫। বৃহস্পতিবার একদিনে মৃত্যু হয় ৩ হাজার ৯৮০ জনের। ভারতে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২ লক্ষ ৩৮ হাজার ২৭০ জনের।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )