Afghanistan Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, পাকিস্তানের সঙ্গে কাঁপল ভারতের একাধিক জায়গাও
Earthquake in Afghanistan: Natioal Centre for Seismology জানিয়েছে, শনিবার দুুপুর ১২টা বেজে ১৭ মিনিটে কেঁপে ওঠে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত।

নয়াদিল্লি: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৮। ভূমিকম্পের রেশ অনুভূত হল ভারতের জম্মু ও কাশ্মীর, দিল্লি এবং সংলগ্ন এলাকায়। পাকিস্তানের বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। (Afghanistan Earthquake)
Natioal Centre for Seismology জানিয়েছে, শনিবার দুুপুর ১২টা বেজে ১৭ মিনিটে কেঁপে ওঠে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত। ভূমিকম্পের উৎস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে ওই অঞ্চলকেই। ভূগর্ভের ৮৬ কিলোমিটার গভীর থেকে ছড়িয়ে পড়ে কম্পন। মাটির নীচে টেকটোনিক পাতগুলি সচল অবস্থায় থাকায় ওই অঞ্চল এমনিতেই ভূমিকম্পপ্রবণ। (Earthquake in Afghanistan)
আফগানিস্তানে ভূমিকম্পের পর পরই ভারতের কাশ্মীর উপত্যকা এবং দিল্লি ও সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়। বাড়ি-দফতরের বাইরে বেরিয়ে আসেন মানুশজন। কাশ্মীরেও দলে দলে মানুষজন বেরিয়ে আসেন ঘরবাড়ি ছেড়ে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
EQ of M: 5.8, On: 19/04/2025 12:17:53 IST, Lat: 36.10 N, Long: 71.20 E, Depth: 130 Km, Location: Afghanistan.
— National Center for Seismology (@NCS_Earthquake) April 19, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/Ar2EoIRFLH
শ্রীনগরের এক বাসিন্দা সংবাদমাধ্যমে বলেন, "অফিসে বসেছিলাম। হঠাৎ চেয়ার কেঁপে উঠল। খুব তীব্রও ছিল না, আবার একেবারেও হালকা ন। কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না জানিনা। তবে প্রায়শই কম্পন অনুভূত হয় এখানে।" সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে এসেছে, যেটিকে কাশ্মীরের বলে দাবি করা হয়েছে। ওই ভিডিও-তে ঘরের সিলিংয়ে ঝুলতে থাকা ফ্যানগুলিকে দুলতে দেখা গিয়েছে।
#WATCH | An earthquake of magnitude 5.8 on the Richter scale hit Afghanistan at 12:17 PM (IST); tremors also felt in parts of Jammu and Kashmir
— ANI (@ANI) April 19, 2025
A local in Srinagar says, "...I felt the tremor. I was in the office when my chair shook..." pic.twitter.com/JvEAuoeoTk
পাকিস্তানের ইসলামাবাদ, লাহৌর, রাওয়ালপিণ্ডি, পেশাওয়ার, খাইবার পাখতুনখোয়াতে কম্পন অনুভূত হয়েছে। গত এক সপ্তাহে এই নিয়ে দু’বার ভূমিকম্প অনুভূত হল। এর আগে, বুধবারই আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ৫.৯ তীব্রতায় ভূমিকম্প হয়। সেবারও দিল্লি, সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়। সেবার মাটির ৭৫ কিলোমিটার গভীর থেকে কম্পন ছড়িয়েছিল। এদিন এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও হিসেব বা হতাহতের খবর মেলেনি।






















