Earthquake : ভয়ঙ্কর ভূমিকম্পে ভাঙল এয়ারপোর্টের ছাদ, সাময়িক বন্ধ উড়ান, তীব্র কম্পন ২ পর্যটনকেন্দ্রে,
বিমানবন্দরের ছাদ ধসে পড়ার পর বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দরে উপস্থিত লোকজনকে সরিয়ে নেওয়া হয় ।

চলছিল প্রবল বৃষ্টি। ভয়ঙ্কর দুর্যোগ। গোদের উপর বিষফোঁড়া এবার ভূমিকম্প। সোমবার ভারতীয় সময় রাত ১০.৪৩ মিনিটে তীব্র ভূমিকম্পে কেঁপা উঠল স্পেনের একটা বড় অংশ। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.২। স্পেনের দক্ষিণ-পূর্ব অঞ্চলের আলমেরিয়ার একটি বিমানবন্দরের ছাদ ধসে যায় ভূমিকম্পের ফলে । সেই সময় বিমানবন্দরের বেশ কয়েকজন কর্মী সেখানে ছিলেন। ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে উল্লেখ, এলাকায় তৎপর জরুরি পরিষেবাপ্রদানকারীরা। ভূমিকম্পগ্রস্ত অঞ্চলের ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে। একে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জীবন , তার উপরে ভূমিকম্প। মানুষের আতঙ্ক ওঠে চরমে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্পেনের ন্যাশনাল জিওগ্রাফিক ইনস্টিটিউট জানিয়েছে যে, স্থানীয় সময় সকাল ৭.১৩ মিনিটে আলমেরিয়া উপকূলের কাবো দে গাটায় ভূমিকম্পটি আঘাত হানে। কোস্টা দেল সোল এবং অ্যালিকান্তের মতো পর্যটন কেন্দ্রগুলিতেও ভালরকম কম্পন অনুভূত হয়। আলমেরিয়ার বিমানবন্দরের ছাদ ধসে পড়ার পর বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দরে উপস্থিত লোকজনকে সরিয়ে নেওয়া হয় । তবে কেউ গুরুতর আহত হয়নি বলেই জানা গিয়েছে এখনও পর্যন্ত পাওয়া খবরে।
এছাড়া শহরের অনেকগুলি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু জায়গায় দেখা দিয়েছে ফাটল। ভূমিকম্পের পর মানুষ এখনও আতঙ্কে রয়েছে। প্রশাসন জনগণকে সহায়তা করার জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা নিয়েছে বলে খবর স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে। স্থানীয় সংবাদ মাধ্য়মসূত্রে খবর, মূল ভূমিকম্পের কয়েক মিনিট পরে, এখন পর্যন্ত আঠারোটি আফটারশক রেকর্ড করা হয়েছে। স্পেনের উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতাও কিছুক্ষণের জন্য জারি করা হয়। তবে, আপাতত তা নিষ্ক্রিয় করা হয়েছে।






















