Twitter: ট্যুইটারে অব্যাহত খরচ-নিয়ন্ত্রণ, ভারতে দু'টি অফিস বন্ধ করলেন ইলন মাস্ক
Elon Musk: গত বছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসের শেষ দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছিলেন ইলন মাস্ক। এরপরই একধাক্কায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছিলেন তিনি।
![Twitter: ট্যুইটারে অব্যাহত খরচ-নিয়ন্ত্রণ, ভারতে দু'টি অফিস বন্ধ করলেন ইলন মাস্ক Elon Musk continues cost-cutting at Twitter, shuts down two offices in India know in details Twitter: ট্যুইটারে অব্যাহত খরচ-নিয়ন্ত্রণ, ভারতে দু'টি অফিস বন্ধ করলেন ইলন মাস্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/1b6a690f6086ef537c89bf39875dfb831676616984541279_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Twitter: ট্যুইটারে অব্যাহত রয়েছে কর্মী ছাঁটাই (Layoffs)। সম্প্রতি ভারতে তিনটি অফিসের মধ্যে দুটো বন্ধ করে দিয়েছে ট্যুইটার (Twitter) কর্তৃপক্ষ। জানা গিয়েছে, খরচ নিয়ন্ত্রণের জন্যই এখনও ট্যুইটারে অব্যাহত রয়েছে কর্মী ছাঁটাই। আপাতত যে দুটো অফিস ভারতে বন্ধ করা হয়েছে সেখানকার কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ দিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ভারতে ট্যুইটারের যে দু'টি অফিস বন্ধ করা হয়েছে তার মধ্যে একটি রয়েছে রাজধানী শহর দিল্লিতে। অন্যটি রয়েছে বাণিজ্যনগরী মুম্বইতে। ব্লুমবার্গ সূত্রে খবর, ট্যুইটারের আর একটি অফিস রয়েছে দক্ষিণের টেক জাব বেঙ্গালুরু শহরে।
গত বছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসের শেষ দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছিলেন ইলন মাস্ক। এরপরই একধাক্কায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছিলেন তিনি। নভেম্বর মাসে ৯০ শতাংশেরও বেশি ভারতীয় ট্যুইটার কর্মীকে ছাঁটাই করেছিলেন ইলন মাস্ক। পরিসংখ্যান অনুসারে এই পর্যায়ে ছাঁটাই হওয়া কর্মীর সংখ্যা ছিল ২০০-র বেশি। গ্লোবাল স্তরে ট্যুইটার থেকে ৫০ শতাংশের বেশ কর্মী ছাঁটাই করা হয়েছে। এই ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের দৌলতে ট্যুইটারের ওয়ার্ক ফোর্স একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে।
গত মাসে ইলন মাস্ক ট্যুইটার হেড কোয়ার্টার, যা সানফ্রান্সিস্কোতে অবস্থিত সেখানকার ভাড়া দিতে পারেননি বলে জানা গিয়েছিল। সিঙ্গাপুরে থাকা কর্মীদেরও অফিসে আসতে বারণ করা হয়েছিল। কারণ সেখানকার অফিসেরও মাসিক ভাড়া দেওয়া হয়নি। সেই জন্য অফিসের বাইরে অন্যত্র কোথাও বসে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছিল কর্মীদের। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, ট্যুইটার কর্মীদের ইমেলের মাধ্যমে অফিসে আসতে বারণ করা হয়েছে।
ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন
ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন (Twitter Blue Subscription)। এতদিন পর্যন্ত ট্যুইটার প্রিমিয়াম সাবস্ক্রিপশন (Twitter Premium Subscription) নির্দিষ্ট কিছু দেশে উপলব্ধ ছিল। তবে এবার চালু হয়েছে ভারতেও। মাসে ৯০০ টাকা খরচের বিনিময়ে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন (Twitter Blue Tick) কিনতে পারবেন ভারতীয় ইউজাররা। ভেরিফায়েড ফোন নম্বর থাকা সাবস্ক্রাইবাররা আপনাআপনিই একটি ব্লু ভেরিফায়েড ব্যাজ বা টিক মার্ক পাবেন নিজেদের ট্যুইটার অ্যাকাউন্ট। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই ভার্সানেই কাজ করবে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। ওয়েব ভার্সানের জন্যেও ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন চালু হবে। তবে এখন ভারতে এই পরিষেবা চালু নেই। আগামী দিন ভারতে এই পরিষেবা চালু হবে। কিন্তু এর খরচ এখনও জানা যায়নি। আগে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য ইউজারদের আলাদা করে আবেদন করতে হতো। তবে এখন টাকার বিনিময়ে ট্যুইটার ব্লু টিক কিনতে পারবেন ইউজাররা। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন ওয়েব ভার্সানের খরচ হতে পারে মাসে ৬৫০ টাকা। যদি ইউজাররা বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে চান তাহলে মোট খরচ ৬৮০০ টাকা, অর্থাৎ মাসে ৫৬৬.৬৭ টাকা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)