Hayli Gubbi Volcano: ১২০০০ বছর পর জাগল ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের আকাশেও ছাইমেঘ, বাতিল একাধিক বিমান
Ethiopian Volcanic Ash: দুই দেশের মধ্যে দূরত্ব প্রায় ৪ হাজার ৫৫০ কিলোমিটার। কিন্তু ইথিওপিয়ার আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের জেরে দিল্লিতে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে।

নয়াদিল্লি: দূষণের প্রকোপে এমনিতেই প্রাণ ওষ্ঠাগত। সেই আবহে পরিস্থিতি আরও জটিল করে তুলল আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়া, ছাই। সুদূর ইথিওপিয়ায় অগ্ন্যুৎপাতের জেরে ভারতের রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের আকাশেও কালো মেঘ জমতে শুরু করেছে। আর তার জেরে বিমান পরিষেবায় বিঘ্ন ঘটছে। একাধিক সংস্থা বিমান বাতিল করেছে আপাতত। (Ethiopian Volcanic Ash)
দুই দেশের মধ্যে দূরত্ব প্রায় ৪ হাজার ৫৫০ কিলোমিটার। কিন্তু ইথিওপিয়ার আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের জেরে দিল্লিতে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। রবিবারই প্রায় ১২ হাজার বছর পর জেগে উঠেছে ইথিওপিয়ার Hayli Gubbi আগ্নেয়গিরি। জ্বালামুখ থেকে নির্গত ধোঁয়া, ছাই ঢেকে দিয়েছে দেশের আকাশকে। শুধু তাই নয়, লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন, ওমানের দিকেও এগিয়ে গিয়েছে সেই ধোঁয়া, ছাইয়ের কুণ্ডলী। (Hayli Gubbi Volcano)
আর বর্তমানে আরব সাগরের উত্তর অংশে ছড়িয়ে পড়েছে ধোঁয়া ও ছাই মিশ্রিত মেঘের কুণ্ডলী। ছাই মিশ্রিত মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে। তার ঘনীভূত অংশ দিল্লি, হরিয়ানা, সংলগ্ন উত্তরপ্রদেশের উপর দিয়ে এগোচ্ছে। পঞ্জাব, গুজরাত, রাজস্থান এবং মহারাষ্ট্রের আকাশেও এর প্রভাব পড়তে শুরু করেছে। ছাইমেঘ ঢুকছে পাকিস্তানের আকাশেও। এতে দিল্লির বাতাসের গুণমান আরও নীচে নামবে বলে আশঙ্কা। তবে বিমান পরিষেবা ধাক্কা খেয়েছে ইতিমধ্যেই। Akasa Air, IndiGo, KLM-সহ একাধিক বিমান সংস্থা উড়ান বাতিলের কথা জানিয়েছে।
Today's Hayli Gubbi (volcanic) eruption seen from space
— Science & Astronomy (@sci_astronomy) November 24, 2025
There are no known eruptions on record from the Hayli Gubbi in the past several thousands of years, which could mean it erupted after a potentially very long repose interval; however, records from the Danakil region are… pic.twitter.com/jaHvqMKZvQ
দেশের বেসামরিক বিমান পরিবহণ সংস্থা DGCA সতর্ক করেছে বিমান সংস্থাগুলিকে। অগ্ন্যুৎপাতের জেরে নির্গত ছাই এড়িয়ে চলতে বলা হয়েছে সকলকে। পরিকল্পনামাফিক রুট তৈরি করে, পর্যাপ্ত জ্বালানি নিয়ে উড়ানের নির্দেশ দেওয়া হয়েছে। কোনও ভাবে ছাইয়ের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে তা জানাতে বলা হয়েছে, যাতে ইঞ্জিনের অবস্থা জানা যায়। ধোঁয়া বা গন্ধ নিয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। বিমানবন্দরের কাজকর্মে কোনও রকম বাধাবিঘ্ন সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে DGCA. সারাক্ষণ নজরদারি চালাতে হবে, নজরদারি চলবে স্যাটেলাইটের মাধ্যমেও।
Update04:
— IndiaMetSky Weather (@indiametsky) November 24, 2025
The Ash cloud from #HayliGubbi volcano that erupted y’day about to reach #Delhi & #NCR and adjoining areas of #Haryana, #Punjab and #UttarPradesh in ~10 to 30 minutes. This mostly consists of SO2 and moderate concentrations of Volcanic Ash. The plume does not possess… https://t.co/ESm1xzrJDb pic.twitter.com/IGfC97LecZ
Akasa Air জানিয়েছে, জেড্ডা, কুয়েত, আবুধাবি থেকে ২৪ ও ২৫ নভেম্বর যত বিমান ছিল তাদের, আপাতত তা বাতিল করা হয়েছে। KLM Royal Dutch Airlines অ্যামস্টারডাম-দিল্লি KL 871, দিল্লি-অ্যামস্টারডাম KL 872 বিমান বাতিল করেছে ধোঁয়া ও ছাই মিশ্রিত মেঘ এড়াতে। সোশ্যাল মিডিয়ায় IndiGo জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে। তাদের কান্নুর-আবুধাবি 6E 1433 বিমানটি ঘুরিয়ে আমদাবাদে নামানো হয়। বাড়তি সতর্কতা অবলম্বন করছে Air India-ও।
IndiGo tweets, "Following the recent eruption of the Hayli Gubbi volcano in Ethiopia, ash clouds are reported to be drifting towards parts of western India... Our teams are closely tracking the situation in coordination with international aviation bodies. We are fully prepared… pic.twitter.com/1EJXrXlAV8
— ANI (@ANI) November 24, 2025
রবিবার সকালে ইথিওপিয়ার আফার অঞ্চলে জেগে ওঠে Hayli Gubbi আগ্নেয়গিরিটি। সংলগ্ন আফদেরা গ্রাম সঙ্গে সঙ্গেই ধুলোয় ঢেকে যায়। এমনকি অগ্ন্যুৎপাতের তীব্রতা এতই বেশি ছিল যে, আশেপাশের এলাকায় ভূমিকম্পও অনুভূত হয় বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, জ্বালামুখ থেকে নির্গত ধোঁয়া, ছাই প্রায় ১৪ কিলমিটার উচ্চতা পর্যন্ত আকাশে উঠে যায়।






















