এক্সপ্লোর
নির্ধারিত গতি ছাড়িয়ে গাড়ি চালানোয় জরিমানা দিয়েছেন তিনিও, জানালেন নীতিন গডকরী
ট্রাফিক আইন মেনে পথ নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার পর গুরুগ্রামে একাধিক বিধি ভাঙায় একটি দু-চাকার যানের চালকের ২৩ হাজার টাকা, এক ট্রাক ড্রাইভারের ৫৯০০০ টাকা জরিমানা হয়েছে।

নয়াদিল্লি: ট্রাফিক আইন নিয়ন্ত্রণে কঠোর বিধিব্যবস্থার পক্ষে সওয়াল করে মুম্বইয়ে বান্দ্রা-ওরলি সি লিঙ্কে মাত্রাছাড়া গতিতে গাড়ি চালানোয় তাঁকেও আর্থিক জরিমানা দিতে হয়েছিল বলে জানালেন নীতিন গডকরী। কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী সোমবার মুম্বইয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ১০০ দিনের বড় সাফল্যের কথা জানাতে গিয়ে কঠোর ট্রাফিক নিয়মবিধি চালুর উল্লেখ করেন। তাঁকেও চালান দেওয়া হয়েছিল বলে জানান। বলেন, বান্দ্রা-ওরলি সমুদ্র সংযোগ এলাকায় নির্ধারিত গতির বেশি জোরে গাড়ি চালানোয় আমিও জরিমানা দিয়েছি। জোরে গাড়ি চালিয়ে নিয়ম ভেঙে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশকেও জরিমানা দিতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি সরকার নতুন মোটর ভেহিকল আইন (২০১৯) চালু করে ট্রাফিক আইন লঙ্ঘনে কঠোর শাস্তির ব্যবস্থা করেছে। ট্রাফিক আইন মেনে পথ নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার পর গুরুগ্রামে একাধিক বিধি ভাঙায় একটি দু-চাকার যানের চালকের ২৩ হাজার টাকা, এক ট্রাক ড্রাইভারের ৫৯০০০ টাকা জরিমানা হয়েছে। গডকরি সওয়াল করেন, নতুন আইনে কোনও বৈষম্য, ভেদাভেদ করা হবে না। বলেন, মোটর ভেহিকল আইন পাশ করানো আমাদের সরকারের একটা বড় সাফল্য। চড়া হারে জরিমানার ব্যবস্থা থাকায় স্বচ্ছতা থাকবে, দুর্নীতি হবে না। আইন ঠিকঠাক মেনে চললে বড় অঙ্কের চালান ইস্যু হওয়ার ভয়ই থাকবে না বলে আগে সওয়াল করেছেন গডকরী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















