এক্সপ্লোর
Advertisement
কিছুক্ষণের জন্য বন্ধ কৃষক আন্দোলনের ফেসবুক পেজ, দেশজুড়ে ক্ষোভ নেটিজেনদের
কিষাণ একতা মোর্চার ট্যুইটার অ্য়াকাউন্ট থেকে ফেসবুক পেজের স্ক্রিনশট পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে, সম্প্রদায়গত মান লঙ্ঘনের জন্য় কিষাণ একতা মোর্চা পেজটি প্রকাশ করা হবে না।
নয়াদিল্লি: রাজধানীর বুকে আন্দোলন করছেন কৃষকরা। ৩ কৃষি আইনের বিরুদ্ধে পথে নেমেছেন তাঁরা। আন্দোলনের গতিপ্রকৃতি জানাতে ফেসবুক পেজ খুলেছিলেন আন্দোলনরত কৃষকরা। কিষাণ একতা মোর্চা নামে ওই ফেসবুক পেজ এবার ব্যান করার অভিযোগ উঠল। অভিযোগ রবিবার ফেসবুক ওই পেজ বেশ কিছুক্ষণের জন্য ব্যান করে দেওয়া হয়। তাতেই ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ।
এদিন ফেসবুক পেজ কতক্ষণ বন্ধ ছিল, তা অবশ্য স্পষ্ট নয়। কেন অকার্যকর করা হয় সেই উত্তর মেলেনি। কৃষকদের তথ্যপ্রযুক্তি শাখার প্রধান বলজিৎ সিংহ বলেন, "কিষাণ একতা মোর্চার অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হয়। তবে সে সম্পর্কে আগে থেকে কিছু জানানো হয়নি। তাঁর কথায়, ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা জগজিৎ সিংহ ডালেওয়ালা শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের পাল্টা জবাব দিয়েছিলেন। তাই এই পদক্ষেপ।
কিষাণ একতা মোর্চার ট্যুইটার অ্য়াকাউন্ট থেকে ফেসবুক পেজের স্ক্রিনশট পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে, সম্প্রদায়গত মান লঙ্ঘনের জন্য় কিষাণ একতা মোর্চা পেজটি প্রকাশ করা হবে না। ওই একই নোটিফিকেশনের স্ক্রিনশট শেয়ার করা হয় ইনস্টাগ্রামে। উল্লেখ্য, কৃষক আন্দোলনের জন্য খোলা এই ফেসবুক পেজের ফলোয়ার ৭ লক্ষের বেশি।
প্রসঙ্গত, কেন্দ্রের ৩ কৃষি আইনের বিরোধিতায় নেমেছেন কৃষকরা। গত ২৬ নভেম্বর থেকে তাঁরা রাজধানীর রাজপথে আন্দোলন করছেন। রাজধানীর কনকনে ঠান্ডায় রাস্তায় বসে আছেন তাঁরা। দফায় দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠকে মেলেনি সমাধান সূত্র। খোদ অমিত শাহ আসরে নামলেও অনমনীয় কৃষকরা। তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন দেশ বিদেশে রাষ্ট্র প্রধানরা। এদিকে আগামী ২৭ ডিসেম্বর মোদির মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে বাড়িতে বসে থালা বাজানোর আহ্বান জানিয়েছেন জগজিৎ সিংহ ডালেওয়ালা। ২৩ ডিসেম্বর কিষাণ দিবসে উপোস করার আর্জি জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
আন্তর্জাতিক
খবর
Advertisement