(Source: ECI/ABP News/ABP Majha)
Fact Check: 'নোবেল শান্তি পুরস্কারের দাবিদার মোদি, এ খবর ভুয়ো', সাফ জানালেন কমিটির সদস্য
PM Modi Nobel Prize: অ্যাসলে তোজের কথায়, 'আমি যা বলেছিলাম তার সঙ্গে ওই ভুয়ো টুইটের বক্তব্যের কোনও মিল নেই। এ বিষয়ে কোনও আলোচনা না করাই ভাল।'
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi) এ বছরের নোবেল শান্তি পুরস্কারের (Nobel Peace Prize) দাবিদার, এ তথ্য সর্বৈব 'ভুয়ো' (Fake), এবার এমনটাই জানালেন নরওয়ে নোবেল প্রাইজ কমিটির ডেপুটি চিফ অ্যাসলে তোজে (Asle Toje)। তিনি সাফ জানান, এ খবরের কোনও সত্যতা নেই।
তিনি এও বলেন যে একটি ভুয়ো টুইট ছড়িয়ে পড়েছে। যদিও এ বিষয়ে বেশি মন্তব্য করে একে চর্চার জায়গায় নিয়ে আসার পক্ষপাতী নন, সেই বিষয়টিও গুরুত্ব সহকারে জানিয়ে দিয়েছেন। অ্যাসলে তোজের কথায়, 'আমি যা বলেছিলাম তার সঙ্গে ওই ভুয়ো টুইটের বক্তব্যের কোনও মিল নেই। এ বিষয়ে কোনও আলোচনা না করাই ভাল। বেশি চর্চার অর্থ এটিকে বেশি অক্সিজেন যোগানও। আমি এমন কিছু বলিনি তা স্পষ্ট জানিয়ে দিতে চাই'।
ভারতে তাঁর সফর সম্পর্কেও একটি ধারণা দিয়েছেন তিনি। অ্যাসলে তোজে বলেন, 'আমি কিন্তু ভারতে নরওয়ে নোবেল প্রাইজ কমিটির ডেপুটি লিডার হিসেবে আসিনি। আমি ভারতের এসেছি আন্তর্জাতিক শান্তি ও সমঝোতা কমিটির ডিরেক্টর হিসেবে। সর্বোপরি ভারতের বন্ধু হিসেবে ভারত সফরে এসেছি।'
Why has @ANI not tweeted this statement by Asle Toje? 🤔 pic.twitter.com/C3c6pUBdeI
— Mohammed Zubair (@zoo_bear) March 16, 2023
কী বলেছিলেন অ্যাসলে, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে?
নোবেল প্রাইজ কমিটির ডেপুটি বলেছিলেন, 'প্রধানমন্ত্রী মোদি রাশিয়া, আমেরিকা ও চিনের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বিশ্বেসর বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। যেখানে তিনি বলেছেন, এখন যুদ্ধের নয়- শান্তির সময়। আমি খুশি যে মোদি শুধু ভারতকে এগিয়ে নেওয়ার জন্যই কাজ করছেন না, সেইসঙ্গে বিশ্বের শান্তির জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিকেও অগ্রাধিকার দিচ্ছেন। বিশ্বের উচিত ভারতের কাছ থেকে শিক্ষা নেওয়া। আগামীদিনে ভারত অসীম শক্তিধর হতে চলেছে।'