এক্সপ্লোর
Advertisement
দিশা সালিয়ানের সঙ্গে সম্পর্ক? ভুয়ো খবর, ওড়ালেন অভিনেত্রী রশ্মি দেশাই
সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর কয়েক দিন আগে আত্মহত্যা করেছিলেন দিশা।
মুম্বই: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের সঙ্গে অভিনেত্রী রশ্মি দেশাইয়ের সম্পর্ক ছিল বলে সংবাদমাধ্যমের একাংশে কিছু দিন ধরে জোরদার চর্চা চলছে। ওই জল্পনা-চর্চাকে ভুয়ো খবর বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।
রশ্মি নিজের টুইটার হ্যান্ডলে লিখেছেন, এটা খুবই হতাশজনক যে সংবাদমাধ্যমের একাংশ সমস্ত সীমা অতিক্রম করে ভুয়ো খবর দেখাচ্ছে। আমি ব্যক্তিগত ভাবে বলতে পারি, যাঁরা এ সব করছেন, তাঁদের প্রতি আমার সহানুভূতি রয়েছে। কিন্তু খবরের নামে আমার ব্যক্তিগত জীবনে প্রবেশের চেষ্টা মোটেই সহনীয় নয়। বাস্তববাদী হোন কিন্তু আগে দয়ালু হোন।
Its disheartening to see tht certain section of media are cutting all the limits to showcase fake news. As I personally experience I can totally empathize to all those who have fallen pray to it. Invasion of my privacy in the name of news isn't cool. Stay real but first stay kind
— Rashami Desai (@TheRashamiDesai) September 16, 2020
সংবাদমাধ্যমের একাংশে প্রকাশিত খবরে বলা হয়েছে, অক্টোবরে দিশার সঙ্গে সিমলা যাওয়ার কথা ছিল রশ্মির। দিশা আত্মহত্যা করার আগের দিন রশ্মির সঙ্গে কথাও বলেছিলেন এই বিষয়ে। অভিনেত্রী জানিয়েছেন, দিশা মারা যাওয়ার (৮ জুন) কয়েক ঘণ্টা আগে যে পার্টি হয়েছিল, সে সম্পর্কেও তাঁর কিছু জানা নেই। রশ্মি দাবি করেছেন, দিশার সঙ্গে তাঁর ৭-৮ মাস কোনও যোগাযোগ ছিল না। অথচ, দিশার মৃত্যুর পরে রশ্মি ইনস্টাগ্রামে লিখেছিলেন, তোমার জন্মদিনে আমরা জুম-পার্টিতে যোগ দিয়েছিলাম। ... ভাবতে পারছি না, এ ভাবে চলে গেলে।...তোমাকে তো আমরা শক্ত মনের মানুষ বলেই জানতাম।
সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর কয়েক দিন আগে আত্মহত্যা করেছিলেন দিশা। সুশান্তের মৃত্যুর তদন্ত করছে সিবিআই। এই দুই মৃত্যুর কোনও যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement