FB Data Leak : নাম, ফোন নম্বর থেকে অন্যান্য তথ্য, ৫৩ কোটির বেশি গ্রাহকের ফেসবুক ডেটা লিক
ফেসবুকের এক মুখপাত্রের দাবি, এটি পুরনো ডেটা লিকের ঘটনা। ২০১৯ সালের অগাস্টেই এটি সামনে আসে। এবং সমাধান করে ফেলা হয়।
দিল্লি : ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বড়সড় ফাঁকের অভিযোগ। লিক হয়ে গেল প্রায় ৫৩.৩ কোটি ফেসবুক গ্রাহকের তথ্য। ১০৬ টি দেশের ফেসবুক গ্রাহকের তথ্য প্রকাশ্যে চলে এসেছে বলে অভিযোগ। যার মধ্যে ৬১ লাখ ভারতীয়।
শনিবার একটি হ্যাকিং ফোরামে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যাবলী সামনে চলে আসে। গ্রাহকের নাম, ফোন নম্বর, ফেসবুক আইডি, লোকেশন, জন্মতারিখ এমনকী প্রকাশ্যে আসে ইমেল আইডিও। ১০৬টি দেশের ৫৩ কোটির বেশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষা এর ফলে বিঘ্নিত হতে পারে।
যে দেশগুলির ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সামনে এসেছে সেগুলি হল অ্যামেরিকা, ৩২ মিলিয়ন। ইউ কে, ১১ মিলিয়ন। ভারতেও প্রায় ৬ মিলিয়ন ব্যবহারকারীর তথ্য লিক হয়েছে। এছাড়াও রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রাজ়িল।
ব্যক্তিগত ডেটাবেসটির লিক হওয়ার খবর প্রথম সামনে আসে ২০১৯ সালে। মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে প্রতি সার্চে প্রায় দেড়হাজার টাকার বিনিময়ে তথ্য বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। পরে ২০২০-র জুন এবং ২০২১ সালের জানুয়ারি মাসে ফের তথ্য লিক হয়। সাইবার সিকিউরিটি ফার্ম হাডসন রকের প্রধান প্রযুক্তি আধিকারিক অ্যালন গল লিকের বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন। রবিবার ফের নতুন করে একটি টুইট করে বিষয়টি সামনে আনেন অ্যালন গল।
সবিস্তার পরে...