এক্সপ্লোর
ফের সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে ভারত, ভয়ে কাঁপছে পাকিস্তান, হাই অ্যালার্টে সেনা
যদিও পাক সংবাদপত্রের এই দাবি ভারতীয় সেনা উড়িয়ে দিয়েছে।

নয়াদিল্লি: সার্জিক্যাল স্ট্রাইকের আতঙ্কে কাঁপছে পাকিস্তান। তাদের ভয়, ভারতীয় সেনা যে কোনও মুহূর্তে আক্রমণ করতে পারে। পাক সংবাদমাধ্যম জানাচ্ছে, এই ভয়ে পাক সরকার তাদের সেনাকে হাই অ্যালার্টে রেখেছে। তাদের দাবি, দেশের সমস্যা থেকে নজর ঘোরাতে ভারত এই স্ট্রাইক করতে পারে। পাক সংবাদপত্র ডন দাবি করেছে, ভারত এখন কৃষক আন্দোলন সহ নানা সঙ্কটে উত্তাল। এই পরিস্থিতিতে ফলস ফ্ল্যাগ অপারেশন করে বিশ্বের নজর সে সব থেকে ঘোরাতে চাইছে তারা, যাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যম তাদের সমালোচনা করা বন্ধ করে। যদিও পাক সংবাদপত্রের এই দাবি ভারতীয় সেনা উড়িয়ে দিয়েছে। ডনের রিপোর্টের পর অবশ্য বুধবার পাকিস্তানই পুঞ্চ সেক্টরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। পুঞ্চের মানকোটে সেক্টরে গুলিবর্ষণ করেছে তারা। জবাব দিয়েছে ভারতও। পাল্টা গুলিতে নিহত হয়েছেন ২ পাক সেনা জওয়ান। ১১ তারিখ ইসলামাবাদে নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই একটি সমাবেশের আয়োজন করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















