Naredra Modi: স্বামীজীর প্রভাব ছিল ভরপুর, কী ছিল ছোট্ট ছেলেটির মনে ? কেমন ছিল প্রধানমন্ত্রীর ছেলেবেলা ? সিনেমায় দেখবে লাখো পড়ুয়া
PM Narendra Modi: স্বামী বিবেকানন্দের নীতি, আদর্শের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সিনেমা। ২০১৮ সালে নির্মিত ছবি 'চলো জিতে হ্যায়' জাতীয় পুরস্কারও পেয়েছে।

Narendra Modi: স্বামী বিবেকানন্দের দর্শনের প্রভাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনে কতটা ছিল, তেমনই একটি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা 'চলো জিতে হ্যায়'। সেই ছবিই এবার স্কুলে স্কুলে দেখানোর নির্দেশিকা দিল শিক্ষা মন্ত্রক। সিবিএসই, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতিকে এই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে। ১৭ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত স্কুলগুলিতে দেখানো হবে এই সিনেমা। প্রসঙ্গত উল্লেখ্য, আজ ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির জন্মদিন। তার আগেই এই ঘোষণা করা হয়েছে শিক্ষা মন্ত্রকের তরফে।
স্বামী বিবেকানন্দের নীতি, আদর্শের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সিনেমা। ২০১৮ সালে নির্মিত ছবি 'চলো জিতে হ্যায়' জাতীয় পুরস্কারও পেয়েছে। এই সিনেমা দেখানোর ক্ষেত্রে নেওয়া হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাঁদের সাহায্যে একটি স্কুল সুষ্ঠু ভাবে পরিচালিত হয়, তাঁদের সঙ্গেই এই সিনেমা দেখতে পারবে ছাত্রছাত্রীরা। স্কুলের পাহারাদার, সাফাইকর্মী, গাড়ির চালক, পিওর এবং অন্যান্য যাঁরা নিঃশব্দে কাজ করে যান সুপার হিরোদের মতো এবং যাঁদের সাহায্যে একটি স্কুলের কাজকর্ম সুষ্ঠু ভাবে পরিচালিত হয়, তাঁদের সঙ্গে বসে এই ছবি দেখবে পড়ুয়ারা।
'চলো জিতে হ্যায়- সেবা কা সম্মান' - এই উদ্যোগের মধ্যে দেখানো হবে সিনেমাটি। নিঃশব্দে নিজেদের কাজ দিনের দিন পর সঠিক ভাবে করে স্কুলে কার্যক্রমের ধারাবাহিকতা সুষ্ঠু ভাবে বজায় রাখেন যাঁরা, তাঁদের সম্মান দিতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। আর তাই তাঁদের সঙ্গে বসিয়েই ছবিটি দেখানো হবে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের।
আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলা হয়েছে, এই ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছোটবেলার একটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। এই ছবি 'ছোট্ট নারু'- র গল্প বলবে যে স্বামী বিবেকানন্দের দর্শন দ্বারা প্রভাবিত ছিল, বিবেকানন্দের ভাবনাচিন্তা বোঝার চেষ্টা করত এবং তার ছোট্ট দুনিয়ায় কিছু পরিবর্তন আনার চেষ্টা করত। 'চলো জিতে হ্যায়' ছবিটির মাধ্যমে স্বামীজির দর্শনের প্রতিও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। স্বামী বিবেকানন্দ তাঁর দর্শনের মাধ্যমে শিখিয়েছেন জীবনে তাঁরাই প্রকৃত সফল হন, যাঁরা অন্যের জন্য বাঁচেন।
১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে পুনরায় রিলিজ হচ্ছে এই সিনেমা। ২০১৮ সালের সবচেয়ে বেশি দেখা 'শর্ট ফিল্মের' খেতাব জিতেছিল এই ছবি। এবার দেখানো হবে লক্ষ লক্ষ স্কুলে। প্রায় ৫০০ সিনেমা হলেও হবে স্ক্রিনিং। তালিকায় থাকছে পিভিআর আইনক্স, সিনেপলিস, রাজহংস, মিরাজ- এইসব সিনেমা হলগুলি।






















