Finance Minisry on DA : বর্ধিত ডিএ, ডিআরের টাকা দেওয়ার কোনও নির্দেশ জারি হয়নি, জানাল অর্থমন্ত্রক
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র টাকা দেওয়ার কোনও নির্দেশ হয়নি। জানাল অর্থমন্ত্রক।
নয়া দিল্লি : কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র টাকা দেওয়ার কোনও নির্দেশ হয়নি। এমনকী পেনশনভোক্তাদের জন্য বর্ধিত ডিয়ারনেস অ্যালওয়েন্সের কোনও নির্দেশিকাও জারি হয়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে অর্থমন্ত্রক।
ট্যুইটারে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটি নথি ঘোরাঘুরি করতে দেখা গেছে। সেই নথিতে দাবি করা হয়েছে, আগামী জুলাই মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ এবং পেনশনভোক্তাদের ডিআর দেওয়া পুনরায় আরম্ভ হতে চলেছে। এটা ভুয়ো নথি। এরকম কোনও অফিস মেমোরেনডাম(OM) জারি হয়নি।
গোটা বিশ্বের অন্যান্য দেশের মতোই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে ভারতেও। তার জেরে গত বছর এপ্রিল মাসে কেন্দ্রের ৫০ লক্ষ কর্মচারীর ডিএ বৃদ্ধি স্থগিত রাখে অর্থমন্ত্রক। এর পাশাপাশি অতিমারি পরিস্থিতিতে ৩০ জুন পর্যন্ত ৬১ লক্ষ পেনশনভোক্তার ডিআরও স্থগিত রাখা হয়।
এক বিবৃতিতে বলা হয়েছে, করোনার জেরে যে সংকট দেখা দিয়েছে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্সের অতিরিক্ত ইনস্টলমেন্ট এবং পেনশনভোক্তাদের ডিয়ারনেস রিলিফ যা ২০২০ সালের ১ জানুয়ারি থেকে যে বকেয়া রয়েছে, তা দেওয়া হবে না। তবে অর্থব্যয় বিভাগ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক হারে ডিএ ও ডিআর দেওয়া হবে।
প্রসঙ্গত, দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে লকডাউন লাগু হয়। এর জেরে বন্ধ হয়ে যায় অফিস-কাছারি। শুধুমাত্র কিছু অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকে। যার ফলে অর্থনৈতিক ব্যবস্থার উপর আঘাত নেমে আসে। করোনা মোকাবিলায় সরকারি কোষাগার থেকেও বের হয় অর্থ। যার ফলে সেখানেও টান পড়ছে। এই পরিস্থিতিতে সংক্রমণ কমে ফের বিভিন্ন পরিষেবা চালু হলে পুনরায় দেশের আর্থিক ব্যবস্থা আবার সচল হয়ে উঠবে বলে আশাবাদী সকলেই। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। তার আগের দিনে এই সংখ্যাটা ছিল ৪৮ হাজার ৬৯৮ জন। অন্যদিকে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৮ জনের।