Tamil Nadu Factory Blast:তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৬
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী বিস্ফোরণে নিহতদের পরিজনদের ৩ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। সেইসঙ্গে গুরুতর জখমদের ১ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিজনদের জন্য ১ লক্ষ টাকা গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।
চেন্নাই: তামিলনাড়ুর বিরুধুনগরে এক বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় কম করে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহতের সংখ্যা কমপক্ষে ৩৬।
এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী, রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত এবং কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী বিস্ফোরণে নিহতদের পরিজনদের ৩ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। সেইসঙ্গে গুরুতর জখমদের ১ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিজনদের জন্য ১ লক্ষ টাকা গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।
পুলিশ সূ্ত্রে খবর, বাজি তৈরির সময় কিছু রাসায়নিক মেশানোর সময় এই দুর্ঘটনা ঘটে। যেখানে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে, সেই বিরুধুনগর তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ৫০০ কিমি দূরে। দুর্ঘটনার পরই আগুন নেভানোর কাছে ঘটনাস্থলে আসে অনেকগুলি দমকলের গাড়ি। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে দমকলকে বেশ বেগ পেতে হয়।
দমকল ও উদ্ধারকারী বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায়। শিবকাশি ও সাত্তুরের সরকারি হাসপাতালে চিকিৎসাধীনের গুরুতর জখমদের মধ্যে প্রায় ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেছেন, আহতদের সুচিকিৎসার বন্দোবস্তর জন্য দেলা কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের নির্দেশ দেওয়া হয়েছে। মৃত ও আহতদের পরিবারের কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে জেলা কর্তৃপক্ষকে এ ধরনের শিল্পগুলিতে নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে।
জানা গেছে, বিস্ফোরণের ধাক্কা এতটাই প্রবল ছিল যে, ওই কারখানার দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই কারখানায় নিরাপত্তা সংক্রান্ত বিধিনিয়ম সঠিকভাবে পালন করা হচ্ছিল না, এই কারণেই সম্ভবত এই দুর্ঘটনা। তবে বিস্তারিত তদন্ত চলছে।