এক্সপ্লোর
Advertisement
গালওয়ানে ভারতের সঙ্গে সংঘর্ষ হত চীনা সেনার সমাধির ছবি ভাইরাল, শুরু জল্পনা
একটি এমন ছবিও ভাইরাল হয়েছে, যেখানে চীনা সেনার সমাধি প্রস্তরের সারি লক্ষ্য করা যাচ্ছে। চোখের আন্দাজে গুণলে এই সংখ্যা পঞ্চাশের মতো।
লাদাখ: ১৫ জুন গালওয়ান উপত্যকায় চীনা সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় সেনা। ওই রাতে চীনেরও বেশ কয়েকজন সেনার মৃত্যু হয়েছিল। চীন অবশ্য সরকারিভাবে জানায়নি যে তাদের কতজন সেনার মৃত্যু হয়েছে। ভারত নিজেদের ক্ষয়ক্ষতির নিখুঁত হিসেব দিলেও চীন প্রথম থেকেই ব্যাপারটা গোপন রেখেছিল। কতজন সেনা তাদের নিহত হয়েছে সেই সংখ্যা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছিল। সম্প্রতি খোঁজ মিলল গালওয়ানে হত চীনা সেনাদের সমাধির। ভাইরাল হওয়া ছবি থেকেই ফাঁস হল বহু তথ্য।
একটা সময়ে এমন কথাও শোনা গিয়েছিল যে নিজেদের সেনার মারা যাওয়ার ঘটনা গোপন রাখতে ঠিকভাবে তাঁদের শেষকৃত্য সম্পন্ন করতে দেওয়া হয়নি সেনাদের পরিবারকে। ব্যাপারটা নিয়ে হত সেনাদের পরিবার, বন্ধু, আত্মীয়রা তুমুল ক্ষোভ প্রকাশ করেছিলেন বলেও জানা গিয়েছিল। এমনকী কয়েক জায়গায় রীতিমতো বিক্ষোভও হয়।কিন্তু সেসব ঘটনা যতখানি সম্ভব ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করেছিল চীন। কিন্তু শেষরক্ষা বোধহয় হল না। ঘটনার কিছুদিন পরে আমেরিকা ও অন্যান্য কয়েকটি দেশের ইনটেলিজেন্স রিপোর্ট থেকে জানা যায়, গালওয়ানে চীনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির কম করে ৪০ জন সেনার মৃত্যু হয়েছে। আর এবার সেই সৈনিকদের সমাধির ছবিই ভাইরাল হল।
সম্প্রতি চীন বিষয়ক এক্সপার্ট এম টেলর ফ্রেভেল দাবি করেছেন যে চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো-তে একটি ছবি শেয়ার করা হয়েছে, যা গালওয়ানে নিহত এক চীনা সেনার সমাধি প্রস্তরের ছবি। সেই সমাধি পাথরের উপর লেখা রয়েছে সমাধিটি ১৯ বছর বয়সী এক চীনা সৈনিকের। নাম ছেন জিয়াংরঙ। ফুজিয়ান প্রদেশের বাসিন্দা ছেন চীনা সেনার ৬৯৩১৬ ইউনিটের সদস্য ছিল। চলতি বছরের জুন মাসে চিন-ভারত সীমান্ত সংঘর্ষে সে মারা গিয়েছে। টেলরের অনুমান যে ইউনিটের সদস্য ছিল এই সৈনিক, সেই ইউনিটটি হল তিয়ানওয়েন্ডিয়ান সীমা সুরক্ষা বাহিনী। এই বাহিনী মোতায়েন করা রয়েছে গালওয়ান ভ্যালির উত্তরে চিপ-চাপ উপত্যকায়। ভারত-চীন সেনা সংঘর্ষ এখানেই হয়েছিল। টেলর অবশ্য মনে করছেন এই ইউনিটটি পিএলএ-র ত্রয়োদশ বর্ডার ডিফেন্স রেজিমেন্টের অংশও হতে পারে। কেন্দ্রীয় সেনা কমিশন এই ইউনিটটির নাম রেখেছিল ইউনাইটেড কমব্যাট মডেল কোম্পানি। টেলর মনে করছেন, সমাধি প্রস্তরের এই ছবি যে চীনা সেনাদের মৃত্যুর ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে এমনটা বলাই যায়। আবার এটাও পাশাপাশি বুঝতে সাহায্য করছে যে গালওয়ান উপত্যকায় পিএলএ-র কোন ইউনিট মোতায়েন করা রয়েছে।
টেলরের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই ছবিটি ছাড়াও আরও বেশ কয়েকটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেইসব ছবি যাঁরা পোস্ট করেছেন তাঁদের দাবি, সেগুলিও গালওয়ানে নিহত চীনা সেনাদের সমাধি প্রস্তরেরই ছবি। একটি এমন ছবিও ভাইরাল হয়েছে, যেখানে চীনা সেনার সমাধি প্রস্তরের সারি লক্ষ্য করা যাচ্ছে। চোখের আন্দাজে গুণলে এই সংখ্যা পঞ্চাশের মতো। সমাধি প্রস্তরের সঙ্গে একটি স্মারক স্তম্ভের দেখাও মিলছে ছবিতে। অতএব গোপন কথাটি গোপন রইল না। ওয়াকিবহাল মহল মনে করছে, ভারতের নিহত হওয়া সেনার সংখ্যার তুলনায় নিহত চীনা সেনার সংখ্যাটা দ্বিগুণেরও বেশি হওয়ার কারণেই সম্ভবত তা প্রকাশ্যে আসতে দিতে চায়নি চীন। মনোবল যাতে না ভেঙে যায় সে জন্যই তথ্য গোপন রাখার স্ট্র্যাটেজি নেয় তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement