Republic Day : নজরে নতুন রাফাল চুক্তি ! অলিম্পিক্স আয়োজনের বছরে প্রজাতন্ত্র দিবসের অতিথি ফরাসি প্রেসিডেন্ট
Emmanuel Macron : চলতি বছরের জুলাইয়ে ফ্রান্সের জাতীয় দিবস তথা বাস্তিল দিবসে মুখ্য অতিথি হিসেবে হাজির ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নয়াদিল্লি : সাধারণতন্ত্র দিবসে (Republic Day) মুখ্য অতিথি হিসেবে ভারতে আসতে চলেছে এমানুয়েল ম্যাঁক্র (Emmanuel Macron)। সবকিছু ঠিকভাবে এগোলে ফরাসি প্রেসিডেন্টের ভারত-সফরে সিলমোহর পড়া শ্রেফ সময়ের অপেক্ষা। আগামী প্রজাতন্ত্র দিবসের মুখ্য অতিথি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) উপস্থিতি প্রত্যাশা করেছিল নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister) সঙ্গে সম্পর্কের উষ্ণতা থাকলেও ব্যস্ততার কারণে মার্কিন প্রেসিডেন্ট সময় বের করতে পারবেন না বলেই জানিয়ে দেয় ওয়াশিংটন। যারপরই কালবিলম্ব না করেই ফরাসি প্রেসিডেন্টকে বেছে নেওয়া হয়।
এমনিতেই আন্তর্জাতিক মঞ্চের বিচারে ম্যাঁক্র-র এবার ভারতে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, আগামী বছরেই প্যারিসে বসতে চলেছে অলিম্পিক্সের আসর। গোটা বিশ্বের নজর থাকবে যে 'গ্রেটেস্ট ইভেন্ট অন আর্থ'-এর দিকে। যে উপলক্ষে হাজির থাকতে পারেন বিশ্বের তাবড় নেতা। আর আয়োজক দেশের প্রেসিডেন্টের অলিম্পিক্সের বছরেই মুখ্য অতিথি হিসেবে ভারতে হাজির হওয়া বিশ্বকে বিশেষ বার্তা দেবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি নজরে রয়েছে আরও এক গুরুত্বপূর্ণ 'ডিল'।
একাধিক সমালোচনা-বিতর্ক উড়িয়েই নতুন রাফাল জেট কেনার পথে হাঁটতে চলেছে ভারত সরকার। আর নতুন ২৬ টি রাফাল-মেরিন কমব্যাট জেটের চুক্তির জন্য ইতিমধ্যে ৫০ হাজার কোটি টাকার দরপত্র রেখেছে ফ্রান্স। যে জেটগুলি ভারতীয় নৌসেনা শক্তি বেশ খানিকটা বাড়িয়ে তুলতে বলেই প্রত্যাশা। ইতিমধ্যে ২০১৬ সালে ৫৯ হাজার কোটি টাকার বিনিময়ে ফ্রান্স থেকে ৩৬ টি অত্যাধুনিক রাফাল জেট কিনে বায়ুসেনার শক্তিবৃদ্ধি করেছে ভারত। যদিও সেই চুক্তি নিয়ে জল্পনা-বিতর্ক কম হয়নি।
চলতি বছরের জুলাইয়ে ফ্রান্সের জাতীয় দিবস তথা বাস্তিল দিবসে মুখ্য অতিথি হিসেবে হাজির ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার আগামী সাধারণতন্ত্র দিবসে ম্যাঁক্র এলে তিনিই হবে ষষ্ঠ ফরাসি প্রেসিডেন্ট যিনি অনুষ্ঠানের মঞ্চে হাজির থাকবেন। এর আগে জাঁ চিরাক (১৯৭৬ ও ১৯৭৮), ভালেরি গিসকার্ড দ্যএস্তাইং (১৯৮০), নিকোলাস সারকোজি (২০০৮) ও ফ্রাঁঙ্কোসিস হলান্ড (২০১৬) মুখ্য অতিথি হিসেবে হাজির থেকেছেন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে।
আরও পড়ুন- বিরোধীদের ১৪৬ জন সাংসদকে সাসপেন্ডের জের, আজ দেশজুড়ে I.N.D.I.A জোটের প্রতিবাদ কর্মসূচি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে