মিশন 'গগনযান': অংশগ্রহণকারী ৪ ভারতীয় মহাকাশচারীর জন্য স্পেস-স্যুট তৈরি হচ্ছে রাশিয়ায়
গত ১০ ফেব্রুয়ারি থেকে রাশিয়ায় মহাকাশ-যাত্রার প্রশিক্ষণ নিচ্ছেন ভারতীয় বায়ুসেনার চার পাইলট
নয়াদিল্লি: ভারতের প্রথম মানব মহাকাশাভিযানে অংশ নেওয়া ভারতীয় নভশ্চরদের জন্য বিশেষ স্পেস-স্যুট তৈরির কাজ শুরু হয়েছে রাশিয়ায়।
রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, 'জেজদা' নামে সেদেশের প্রথম সারির একটি গবেষণা ও উন্নয়ন সংস্থা ওই স্পেস-স্যুট তৈরি করার কাজ শুরু করেছে।
বর্তমানে, রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছেন ভারতীয় মহাকাশচারীরা। এর জন্য ইসরো ও হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টারের সঙ্গে চুক্তি করেছে রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস-এর আওতাধীন গ্লাভকসমস।
Research, Development & Production Enterprise #Zvezda under the contract of @glavkosmosJSC with the Human Spaceflight Centre of @isro has started manufacturing personal flight equipment for the #Indian cosmonauts undergoing training in Russia for @Gaganyaan_Isro mission pic.twitter.com/wSzFsmL5Gt
— GLAVKOSMOS (@glavkosmosJSC) September 7, 2020
গত ৩ সেপ্টেম্বর, স্পেস-স্যুট তৈরি জন্য জেজদা-র দফতর যান প্রশিক্ষণরত ভারতীয় মহাকাশচারীরা। সেখানে তাঁদের শারীরিক মাপযোগ নেওয়া হয়। স্যুটের পাশাপাশি, প্রত্যেকের নির্দিষ্ট মাপ ও গঠন অনুযায়ী আসন ও বিছানাও তৈরি করা হচ্ছে।
Россия изготовит космические скафандры для индийских космонавтов, проходящих подготовку в #ЦПК — https://t.co/veJKqJz3jM
Russia to make spacesuits for Indian cosmonauts undergoing training in #GCTC — https://t.co/uRTlvcEzke pic.twitter.com/cMP8FyM1l9 — РОСКОСМОС (@roscosmos) September 7, 2020
গত ১০ ফেব্রুয়ারি থেকে রাশিয়ায় মহাকাশ-যাত্রার প্রশিক্ষণ নিচ্ছেন ভারতীয় বায়ুসেনার চার পাইলট। ২০২২ সাল নাগাদ মহাকাশে পাড়ি দেওয়ার কথা ভারতের প্রথম মানব মহাকাশযানের, যার নাম রাখা হয়েছে 'গগনযান'।