এক্সপ্লোর
ইডেনের লিফটে আটকে গেলেন সৌরভ
কলকাতা: ইডেন গার্ডেন্সের লিফটেই আটকে গেলেন স্বয়ং সিএবি সভাপতি৷ ঘটনাটি ঘটেছে আজ সন্ধেয়৷ ক্লাব হাউসের ২৯ বছরের পুরনো লিফটে করে দোতলায় নিজের অফিসে যাচ্ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ মাঝপথেই হঠাত্ আটকে যায় লিফটটি৷ সঙ্গে সঙ্গে তার বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে তত্পরতার সঙ্গে সৌরভকে বের করে আনেন নিরাপত্তারক্ষীরা৷ ৫ থেকে ৬ মিনিট ভিতরে আটকে ছিলেন সিএবি সভাপতি৷ তবে আপাতত সুস্থ ও নিরাপদ রয়েছেন তিনি৷
সিএবি-তে থাকা এক নিরাপত্তারক্ষী বলেছেন, ‘সৌরভ আটকে যাওয়ার পরেই আমরা বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। লিফটের গ্রিল হাত দিয়ে খোলা হয়। একটি টুলের উপর পা দিয়ে লিফটের বাইরে আসেন সৌরভ।’
১৯৮৭ সালের বিশ্বকাপের আগে ইডেনে এই লিফটটি বসানো হয়েছিল। ২০১১ সালের বিশ্বকাপের আগে সিএবি ও ইডেনের আমূল সংস্কার হলেও এই লিফটের কোনও বদল হয়নি। সেই কারণেই এই বিপত্তি ঘটল বলে মনে করছেন সিএবি কর্তারা। তাঁরা জানিয়েছেন, অত্যাধুনিক স্বয়ংক্রিয় লিফট বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে লিফট বদল করতে কিছুটা সময় লাগবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement