Gas Prices in Europe: ইউরোপে মাত্রা ছাড়াল গ্যাসের দাম! তবে কি এখানেও ?
Gas Prices in Europe: লন্ডনের আইসিই এক্সচেঞ্জের তথ্য বলছে, নেদারল্যান্ডসের টিটিএফ হাবের এপ্রিলের ফিউচারে প্রতি ১০০০ ঘনমিটারে গ্যাসের দাম দাঁড়িয়েছে ৩৬৩৯.১ ডলার।ইউরোপে যা সর্বকালের রেকর্ড !
Gas Prices in Europe: ইউরোপে সর্বকালের রেকর্ড ! গ্যাসের দাম ছাড়াল ৩৬০০ ডলার। এই প্রথমবার আকাশছোঁয়া দামে চিন্তা বেড়েছে ইউরোপবাসীর।
Gas Prices in Europe: লন্ডনের আইসিই এক্সচেঞ্জের তথ্য বলছে, নেদারল্যান্ডসের টিটিএফ হাবের এপ্রিলের ফিউচারে প্রতি ১০০০ ঘনমিটারে গ্যাসের দাম দাঁড়িয়েছে ৩৬৩৯.১ ডলার। পারিবারের হিসেব অনুযায়ী, প্রতি মেগাওয়াটে এই গ্যাসের দাম প্রায় ৩৫০ ডলারে চলে এসেছে। অন্তত তেমনই বলছে আরটি-র রিপোর্ট।
Gas Prices in Europe: তবে এখানেই আশঙ্কা থামছে না। বাজার বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন না থামলে এই দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। এদিকে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস রপ্তানিকারক সংস্থা গ্যাজপ্রম জানিয়েছে, এই পরিস্থিতির মধ্যেও তারা তাদের গ্যাস রফতানি চালিয়ে যাবে। ইউক্রেনের ভূখণ্ড দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে নিয়মিতভাবে রাশিয়ান গ্যাস সরবরাহ জারি থাকবে।
Gas Prices in Europe: এ প্রসঙ্গে গ্যাজপ্রমের প্রতিনিধি সের্গেই কুপ্রিয়ানভ সাংবাদিকদের জানিয়েছেন, গ্যাজপ্রম ইউরোপীয় উপভোক্তাদের জন্য গ্যাসের সরবরাহ জারি রেখেছে। ৭ মার্চের হিসেব অনুসারে, সংস্থা ইউরোপীয় গ্রাহকদের চাহিদার ভিত্তিতে ইউক্রেনের ভূখণ্ড দিয়ে ১০৯.৬ মিলিয়ন ঘনমিটার রাশিয়ান গ্যাস সরবরাহ করেছে। যদিও আশঙ্কা রয়েছে অন্য জায়গায়। ওয়াকিবহাল মহলের মতে, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাশিয়ার গ্যাস ট্রানজিট জোন বন্ধ করে দিতে পারে ইউক্রেন। তাহলে বিপদে বাড়বে ইউরোপীয় দেশগুলির।
ইউরোপের এই পরিস্থিতির কথা ভেবে নাভিশ্বাস উঠছে ভারতের।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সরাসরি প্রভাব পড়বে ভারতে।কারণ বিদেশ থেকে ৮০ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে ভারত। এই অপরিশোধিত তেলের অফুরন্ত ভাণ্ডার রাশিয়া। সেই কারণে দেশে আগামী ১০ দিনে ১২ টাকা পর্যন্ত পেট্রল-ডিজেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছে আইসিআইসিআই সিকিউরিটিজ।