এক্সপ্লোর
Advertisement
প্রজেক্ট ‘পঙ্খ’, দিল্লির যৌনকর্মীদের মেয়েদের পড়াশোনা, স্বাস্থ্যের দায়িত্ব নিলেন গম্ভীর
গম্ভীর ইতিমধ্যেই দেশে করোনাভাইরাস অতিমারীর প্রেক্ষাপটে তৈরি পিএম কেয়ার্স ফান্ডে নিজের দুবছরের সাংসদ বেতন ডোনেট করেছেন। স্বাস্থ্যকর্মীরা যাতে ভাল ভাবে কোভিড-১৯ মোকাবিলা করতে পারেন, সেজন্য লোক জয়্রপ্রকাশ নারায়ণের জন্য ১ হাজার পিপিই অর্থাত্ সুরক্ষা বর্মের ব্যবস্থাও করেছেন।
নয়াদিল্লি: ২২ গজে তাঁর ব্যাট অনেকবার ঝলসে উঠেছে। তবে ব্যাট তুলে রেখেছেন অনেকদিন হল। এখন তাঁর বিচরণ রাজনীতির ময়দানে। তিনি বিজেপির সাংসদ গৌতম গম্ভীর। রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কাজেও সামিল হয়েছেন তিনি। দিল্লির নিষিদ্ধ পল্লী বলে পরিচিত জিবি রোডের যৌনকর্মীদের মেয়েদের সাহায্য করতে এগিয়ে এলেন তিনি। ওদের জন্য তিনি ‘পঙ্খ’ নামে একটি প্রজেক্ট হাতে নিয়েছেন, যার মাধ্য়মে ওদের পড়াশোনা, স্বাস্থ্যের পিছনে খরচ করা হবে। যৌনকর্মীদের ২৫টি নাবালক মেয়ের দায়িত্ব নেবেন তিনি। চলতি সেশনে ইতিমধ্যেই ১০টি মেয়েকে বাছাই করা হয়েছে যারা বিভিন্ন সরকারি স্কুলে পড়াশোনা করছে।
It’s a special day for me & I want to share some imp news
To get children of sex workers out of that hell, I am starting program “PANKH” with 25 children & I’ll look after all their needs incl shelter & edu! I urge others to come fwd & contribute too!
EVERY LIFE MATTERS!
— Gautam Gambhir (@GautamGambhir) July 31, 2020
গম্ভীর এ ব্য়াপারে বলেছেন, সমাজে প্রত্যেকেরই সম্মানের সঙ্গে সুন্দর, ভদ্র জীবন যাপনের অধিকার আছে। এই মেয়েরা যাতে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, সেজন্য় ওদের আরও সুযোগ সুনিশ্চিত করতে চাই। ওদের জীবনযাপন, শিক্ষা ও স্বাস্থ্যের ভার নেব। ওদের স্কুলের ফি, ইউনিফর্ম, খাবার, মেডিকেল সহায়তা, কাউন্সেলিং স্পনসর করব, যাতে ওদের স্বপ্ন সফল হয়।
২০১৮য় ক্রিকেট ছাড়ার পর ব্যক্তিগত ও রাজনৈতিক স্তরে দানধ্যানমূলক কাজ করে চলেছেন গম্ভীর। পঙ্খ প্রজেক্ট নিয়ে তিনি বলেছেন, ৫ থেকে ১৮র মেয়েদের নিয়মিত কাউন্সেলিং করানো হবে যাতে ওরা পড়াশোনা সম্পূর্ণ করতে পারে। অন্যদেরও তিনি এ ব্যাপারে সাহায্যের হাত বাড়ানোর আবেদন করেছেন তিনি।
গম্ভীর ইতিমধ্যেই দেশে করোনাভাইরাস অতিমারীর প্রেক্ষাপটে তৈরি পিএম কেয়ার্স ফান্ডে নিজের দুবছরের সাংসদ বেতন ডোনেট করেছেন। স্বাস্থ্যকর্মীরা যাতে ভাল ভাবে কোভিড-১৯ মোকাবিলা করতে পারেন, সেজন্য লোক জয়্রপ্রকাশ নারায়ণের জন্য ১ হাজার পিপিই অর্থাত্ সুরক্ষা বর্মের ব্যবস্থাও করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement