৫১ লাখ টাকা দিয়ে তৈরি দেবীর মণ্ডপ! মুকুট থেকে মালা-টাকা দিয়েই মাতৃবন্দনা!
বলেশ্বর যুব মণ্ডল ৫১,৫১,৫৫১ টাকার নোট দিয়ে মূর্তি এবং গোটা প্যান্ডেল সাজিয়েছে, যার মধ্যে ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট ব্যবহার করা হয়েছে।

নয়া দিল্লি: দেশজুড়ে দেবী বন্দনা। কোথাও দুর্গাপুজো, কোথাও নবরাত্রি। উৎসবের আমেজ সর্বত্রই। কোথাও বিরাট প্যান্ডেল, কোথাও চোখধাঁধানো আলোকসজ্জা। এর মধ্যে উদয়পুরের এক প্যান্ডেলে এ বছর এক অনন্য দৃশ্য দেখা গেল। দেবী বলেশ্বরী মাতাকে ৫১ লক্ষ টাকারও বেশি টাকার নোট দিয়ে সাজানো হয়েছে।
বলেশ্বর যুব মণ্ডল ৫১,৫১,৫৫১ টাকার নোট দিয়ে মূর্তি এবং গোটা প্যান্ডেল সাজিয়েছে, যার মধ্যে ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট ব্যবহার করা হয়েছে। ঐতিহ্য সম্পর্কে বলতে গিয়ে এই পুজো মণ্ডপের পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, গত তিন বছর ধরে দেবীকে এভাবে টাকার মালা দিয়েই সাজিয়ে থাকেন।
কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, প্রথম বছর এই পরিমাণ ছিল ১১,১১,১১১ টাকা; দ্বিতীয় বছরে তা বেড়ে হয়েছিল ২১,২১,১২১ টাকা; তৃতীয় বছরে ৩১,৩১,১৩১ টাকা; এবং চতুর্থ বছরে ৫১,৫১,১৫১ টাকা। দেবী দুর্গার প্রতিমার চারপাশে, প্যান্ডেলের পিছনে এবং পাশে সুন্দরভাবে টাকার নোটের সুতো ঝুলানো আছে। এমনকি দেবীর মুকুটটিও সম্পূর্ণরূপে নগদ টাকা দিয়ে তৈরি, এবং এটি সম্পূর্ণরূপে স্তরে স্তরে নোট দিয়ে সজ্জিত।
এনডিটিভির প্রতিবেদনে, অনুষ্ঠানটি উদযাপনের জন্য উপস্থিত দর্শকদের গরবা এবং ডান্ডিয়া পরিবেশন করতেও দেখা গেছে, চারদিকে রঙিন সাজসজ্জার মাধ্যমে উৎসবের আমেজ আরও বেড়ে গেছে।
এর আগে এই উদয়পুরেই বিখ্যাত গণেশ প্যান্ডেল, "উদয়পুর চা রাজা"-তেও একই রকম সাজসজ্জা দেখা গেছে। গণেশের মূর্তিটি ১.৫১ কোটি টাকার নোট দিয়ে সজ্জিত ছিল বলে জানা গিয়েছিল। প্যান্ডেলের সদস্যরা জানিয়েছেন যে গণপতি বাপ্পাকে নোট দিয়ে সাজানো একটি বার্ষিক ঐতিহ্য হয়ে উঠেছে ওই পুজো প্যান্ডেলের।
ঝাড়খণ্ডে, উদয়পুর রাজপ্রাসাদের অনুপ্রেরণায় একটি দুর্দান্ত দুর্গাপূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে বলে জানা গেছে। রাজস্থানের উদয়পুরের রাজা রতন সিংহের ৪০০ বছরের পুরনো রাজকীয় প্রাসাদের আদলে তৈরি এই প্যান্ডেলটি একটি প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।






















