Google Popular Sports Search 2021: আইপিএল থেকে নীরজ চোপড়া, গুগলে বর্ষসেরা সার্চ তকমা যাদের
Google Search : আইপিএল ছাড়াও সবথেকে বেশি সার্চ করা হয়েছে টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics), আইসিসি টি২০ ওয়ার্ল্ড কাপ (ICC T20 World Cup), ইউরো কাপ (Euro Cup), কোপা আমেরিকা (Copa America) সম্পর্কে।
নয়াদিল্লি : ২০২০-র পর ২০২১, এই নিয়ে টানা দ্বিতীয়বার ভারতীয়দের বছরভরের গুগল সার্চের বিচারে (Google Popular Sports Search 2021) একেবারে ওপরে থাকল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। সারাবছর ভারতীয় ক্রীড়াপ্রেমীরা ঠিক কী কী সার্চ করেছেন, তার তালিকা প্রকাশ করেছে গুগল ইন্ডিয়া (google India)। যেখানে শুধু খেলার বিভাগই নয়, ২০২১-র মিলিত সার্চ লিস্টে একেবারে শীর্ষে রয়েছে আইপিএল।
খেলার বিভাগে আইপিএল ছাড়াও সবথেকে বেশি সার্চ করা হয়েছে টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics), আইসিসি টি২০ ওয়ার্ল্ড কাপ (ICC T20 World Cup), ইউরো কাপ (Euro Cup), কোপা আমেরিকা (Copa America) সম্পর্কে। এদিকে স্পোর্টস পার্সোনালিটি তথা ক্রীড়াব্যক্তিত্বদের মধ্যে সার্চ লিস্টে সবার ওপরে রয়েছেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। সবথেকে বেশি সার্চ হওয়াদের তালিকায় রয়েছেন পিভি সিন্ধুও (PV Sindhu)।
একঝলকে দেখে নিন, চলতি বছরে ভারতে সবথেকে বেশি সার্চ হয়েছে কোন শব্দগুলো
প্রসঙ্গত, কোভিড অতিমারি বায়ো বাবল ভেদ করার জেরে এবারের আইপিএলকে (IPL) বাধ্য হয়ে দুই ভাগে সম্পূর্ণ করে হয়। প্রথমে ভারতের মাটিতে আইপিএল শুরু হলেও কয়েকজন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ার জেরে মাঝপথে থামিয়ে দিয়ে হয়েছিল আইপিল। পরে আবার বছরের শেষের দিকে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের বাকি অংশ আয়োজিত হয়েছিল। এদিকে, ক্রীড়া ইতিহাসে নজির গড়ে গ্রেটেস্ট শো অন আর্থ তথা অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে দেশকে প্রথম সোনা এনে দিয়ে ইতিহাসের পাতায় নাম খোদাই করে ফেলেছেন নীরজ চোপড়া।
ভারতীয়দের সার্চে খবরের বিভাগে সবথেকে বেশিবার টাইপ হয়েছে টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics)। কোভিড -১৯ (Covid-19), ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus), আফগানিস্তানের (Afghanistan) সঙ্গে যে তালিকায় ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনও (West Bengal elections)। কোভিড ভ্যাকসিন ও কোউইন (Cowin) অ্যাপও ট্রেন্ডিং হয়েছে মাঝেমধ্যেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL), আইসিসি টি২০ ওয়ার্ল্ড কাপ (ICC T20 World Cup), কোপা আমেরিকা (Copa America)র মতো খেলার আসরের সঙ্গেই ভারতীয়দের সার্চ ইঞ্জিনে ক্রমশ দাবি জোরালো হয়েছে আঞ্চলিক বিভিন্ন সিনেমার।
আরও পড়ুন- স্তব্ধতা কাটিয়ে জীবনের জয়গান, ২০২১-এ গুগলে সবথেকে বেশি এই শব্দগুলো সার্চ করেছেন ভারতীয়রা