PM Modi Gift: বাইডেনের স্ত্রীকে দেওয়া গ্রিন ডায়মন্ড কী? কেন এমন নাম?
Green Diamond: আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনকে সাড়ে সাত ক্যারেটের Green Diamond উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: তিন দিনের জন্য আমেরিকা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন সফরে প্রধানমন্ত্রী মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেন। উপহারও বিনিময় করেছেন। বাইডেন পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে উপহার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীও বাইডেন এবং তাঁর স্ত্রীকে একাধিক উপহার দিয়েছেন। তার মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনকে দেওয়া উপহারটি। তাঁকে একটি সাড়ে সাত ক্যারেটে Green Diamond উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।
গবেষণাগারে তৈরি হয়েছে এই বিশেষ হীরেটি। সাড়ে সাত ক্যারাটের এই হীরে, আদতে প্রাকৃতিক হীরের মতোই। রাসায়নিক এবং অপটিক্যাল যা যা বৈশিষ্ট্য থাকে প্রাকৃতিক হীরের। সেই সবকটিই রয়েছে গবেষণাগারে তৈরি এই হীরেতে।
কীভাবে তৈরি?
কিন্তু একে গ্রিন ডায়মন্ড বলা হচ্ছে কেন? কারণ, হীরেটি তৈরি করতে পুনর্নবীকরণ যোগ্য শক্তি দিয়েই এই হীরে তৈরি হয়েছে। সৌরশক্তি এবং বায়ুশক্তি ব্যবহার করা হয়েছে এই কৃত্রিম হীরে তৈরিতে। সেই কারণে একে Green Diamond বলা হচ্ছে। উন্নত প্রযুক্তিতে তৈরি, এই বিশেষ হীরে প্রতি ক্যারেটে মাত্র ০.০২৮ গ্রাম কার্বন নির্গত করে। হীরে বাছাইয়ের ক্ষেত্রে 4C- বলে একটি পদক্ষেপ রয়েছে- Cut, Colour, Carat and Clarity. এই সবকটিই অতিক্রম করেছে এই হীরে। বিলাসবহুল জীবনযাপনের ক্ষেত্রেও যে প্রকৃতিবান্ধব হওয়া যায় তার বার্তা দেয় এই হীরে। প্রকৃতির ভারসাম্য, পরিবেশ রক্ষার প্রতি ভারতের দায়িত্বের বার্তাও দেওয়া হয়েছে। যে বাক্সে এই হীরে ছিল, সেটি কাশ্মীরের হস্তশিল্পের নমুনা বহন করে। তার নাম কার-ই-কলমদানি।
PM Narendra Modi gifts a lab-grown 7.5-carat green diamond to US First Lady Dr Jill Biden
— ANI (@ANI) June 22, 2023
The diamond reflects earth-mined diamonds’ chemical and optical properties. It is also eco-friendly, as eco-diversified resources like solar and wind power were used in its making. pic.twitter.com/5A7EzTcpeL
Lab Grown Diamonds বা কৃত্রিমভাবে তৈরি হীরে- এই বিষয়টি ২০২৩-২৪ -এর বাজেটেও নজর কেড়েছিল। এই ধরনের হীরে তৈরিতে উৎসাহ দেওয়ার কথা মাথায় রেখে করছাড়ের ঘোষণাও ছিল। উন্নত প্রযুক্তি নির্ভর এই শিল্পে বহু কর্মসংস্থানের সুযোগ রয়েছে, পাশাপাশি অত্যন্ত সম্ভাবনাময়। এই নিয়ে গবেষণার জন্য ফান্ডের ব্যবস্থার কথাও বলা হয়েছিল বাজেটে।
আরও পড়ুন: প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?