GST Slabs : উৎসবের মরশুমে GST নিয়ে বড় সিদ্ধান্ত, উঠে গেল ১২% ও ২৮%-এর স্ল্যাব ; কী কী জিনিসের দাম কমছে ?
Union Finance Minister Nirmala Sitharaman : এর ফলে বিভিন্ন সামগ্রীর দাম কমছে। এই তালিকায় রয়েছে মাখন, ঘি, চিজ, স্যাম্পু, টুথপেস্ট। জীবনবিমা, স্বাস্থ্যবিমা থেকেও উঠে গেল GST।

নয়াদিল্লি : GST নিয়ে কাউন্সিলের বৈঠকে বড় সিদ্ধান্ত। উঠে গেল ১২% ও ২৮% GST স্ল্যাব। শুধু ৫%, ১৮% স্ল্যাব থাকছে। Sin and luxury Goods-এর জন্য ৪০% স্ল্যাবের অনুমোদন দিল কাউন্সিল। ২২ সেপ্টেম্বর থেকেই নতুন GST হার কার্যকর হবে। এর ফলে বিভিন্ন সামগ্রীর দাম কমছে। এই তালিকায় রয়েছে মাখন, ঘি, চিজ, স্যাম্পু, টুথপেস্ট। জীবনবিমা, স্বাস্থ্যবিমা থেকেও উঠে গেল GST। দাম কমছে থার্মোমিটার, ক্লিনিক্যাল ডায়াপারের।
এদিন ৫৬তম GST কাউন্সিলের বৈঠক ছিল। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি ঘোষণা করেন, "আমরা স্ল্যাব কমিয়ে এনেছি। এখন থেকে দু'টি স্ল্যাব থাকবে এবং আমরা ক্ষতিপূরণ সেসের সমস্যাগুলিরও সমাধান করছি।"
The GST Council has approved the rationalisation of GST rates. The Council has approved the abolition of 12 per cent and 28 per cent rates. Council approved a new Slab of 40 per cent for Sin and luxury Goods. The decision of the GST Council will come into effect from September… pic.twitter.com/Xty4SVtU5Q
— ANI (@ANI) September 3, 2025
অর্থমন্ত্রী বলেন, "সাধারণ মানুষের কথা ভেবে এই সংস্কার করা হয়েছে। সাধারণ মানুষের নিত্য ব্যবহার্য জিনিসপত্রের উপর প্রতিটি করের কঠোর পর্যালোচনা করা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই হার ব্যাপকভাবে কমানো হয়েছে। Labour Intensive Industries-কে ভাল সহায়তা দেওয়া হয়েছে। কৃষক এবং কৃষিক্ষেত্র, সেইসঙ্গে স্বাস্থ্যক্ষেত্রও উপকৃত হবে। অর্থনীতির মূল চালিকাশক্তিগুলিকে গুরুত্ব দেওয়া হবে।"
#WATCH | Delhi: After the 56th GST Council meeting, Union Finance Minister Nirmala Sitharaman says, "These reforms have been carried out with a focus on the common man. Every tax on the common man's daily use items has gone through a rigorous review and in most cases the rates… pic.twitter.com/gIUoKjfcfR
— ANI (@ANI) September 3, 2025
অর্থমন্ত্রী ঘোষণা করেন, "যেসব পণ্যের উপর জিএসটি ৫% নামানো হয়েছে- চুলের তেল, টয়লেট সাবান, সাবানের বার, শ্যাম্পু, টুথব্রাশ, টুথপেস্ট, সাইকেল, টেবিলওয়্যার, রান্নাঘরের জিনিসপত্র এবং অন্যান্য গৃহস্থালীর জিনিসপত্র।
যেসব পণ্যের উপর জিএসটি ৫% থেকে কমিয়ে শূন্য করা হয়েছে -- অতি উচ্চ তাপমাত্রার দুধ, ছেনা এবং পনির। সমস্ত ভারতীয় রুটির দাম শূন্য থাকবে। তাই রুটি, পরোটা, যা-ই হোক না কেন, সবই শূন্য।
জিএসটি ১২% অথবা ১৮% থেকে কমিয়ে ৫% করা হয়েছে-- খাদ্যদ্রব্য- নোনতা খাবার, ভুজ্জিয়া, সস, পাস্তা, ইনস্ট্যান্ট নুডলস, চকোলেট, কফি, সংরক্ষিত মাংস, কর্নফ্লেক্স, মাখন, ঘি, এই সব ৫% এর মধ্যে রয়েছে।
২৮% থেকে ১৮% হ্রাস - এয়ার কন্ডিশনিং মেশিন, ৩২ ইঞ্চির বেশি টিভি, সমস্ত টিভি এখন ১৮%, ডিশওয়াশিং মেশিন, ছোট গাড়ি, ৩৫০ সিসির সমান বা তার কম মোটরসাইকেল - সবই এখন ১৮% এ আসছে।"
#WATCH | Delhi: After the 56th GST Council meeting, Union Finance Minister Nirmala Sitharaman says, "In common man and middle class items, there is a complete reduction."
— ANI (@ANI) September 3, 2025
Items on which GST has been reduced to 5%- hair oil, toilet soap, soap bars, shampoos, toothbrushes,… pic.twitter.com/jaHxlmsVbS























