GST Council Meeting : জীবন বীমা, স্বাস্থ্য বীমা হবে GST মুক্ত? দীপাবলির আগেই বড় স্বস্তি সাধারণের? আজ বৈঠক শুরু GST কাউন্সিলের
GST Reform : এই দীপাবলিতে, বড় উপহার পেতে চলেছেন দেশের মানুষ' বলেছিলেন মোদি। সেই উপহারই কি আসতে চলেছে আজ?

বুধ ও হস্পতিবার, দিল্লিতে GST কাউন্সিলের ৫৬ তম বৈঠক। গত ১৫ অগাস্ট লালকেল্লা থেকে পণ্য ও পরিষেবা কর বা GST-র সংস্কার নিয়ে নতুন ঘোষণা করেন প্রধানমন্ত্রী, বলেন, দেশবাসীর জন্য আসছে দীপাবলির উপহার। আশ্বাস দেন, 'আমি আপনাদের জন্য দ্বিগুণ দীপাবলি করতে যাচ্ছি। এই দীপাবলিতে, বড় উপহার পেতে চলেছেন দেশের মানুষ'। সেই উপহারই কি আসতে চলেছে আজ?
বুধবার থেকেই শুরু হচ্ছে জিএসটি কাউন্সিলের দু’দিনের বৈঠক। পণ্য ও পরিষেবা করের কাঠামোয় বড়সড় সংস্কারের আশা করছে দেশ। দেশবাসীকে নতুন প্রজন্মের জিএসটি ব্যবস্থা উপহার দিতে পারে এই সংস্কার। ব্যক্তিগত জীবনবিমা এবং স্বাস্থ্যবিমা থেকে পণ্য ও পরিষেবা কর প্রত্যাহার হতে পারে। এর ফলে সাধারণ মানুষ বিরাট উপকার পেতে পারে।
ওয়াকিবহাল মহলের মতে, ২টি GST স্ল্যাব বাতিলের সিদ্ধান্ত নিতে পারে কাউন্সিল। জিএসটির হার চারটি ধাপ থেকে কমে দু’টি করা হতে পারে। স্বাস্থ্য ও জীবন বিমায় GST শূন্য করার প্রস্তাবও গৃহীত হতে পারে। GST কাউন্সিল শুধুমাত্র ৫% এবং ১৮% রাখার কথা ভাবনা চিন্তা করছে। বাতিল হতে পারে বর্তমানে চালু ১২% এবং ২৮% GST স্ল্যাব। বিলাসবহুল পণ্যের ওপর ৪০% পর্যন্ত কর চাপানোর প্রস্তাব রয়েছে, যার ওপর অতিরিক্ত শুল্কও চাপানো হতে পারে।
Group of Ministers (GoM) on health and life insurance - এর সদস্যরা সহমত, জীবন ও স্বাস্থ্য বীমার উপর পণ্য ও পরিষেবা করের (জিএসটি) বোঝা কমানো দরকার। GoM কেন্দ্রীয় সরকারের সব ব্যক্তিগত জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা পলিসিকে জিএসটির আওয়া থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাবকে ব্যাপকভাবে সমর্থন করেছে। তবে, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, কেরল, পঞ্জাব এবং তামিলনাড়ু সহ বেশ কয়েকটি রাজ্যের মত, এই ছাড় দেওয়ার উদ্দেশ্য তখনই পূর্ণ হবে, যখন বীমা সংস্থাগুলো সরাসরি গ্রাহকদের ওপর বোঝা কমাবে। এখন বিমা সংস্থাগুলো যদি প্রিমিয়াম না কমায়, তাহলে সাধারণ মানুষের কোনও লাভ হবে না।
সূত্রের খবর, খাবার, ওষুধ, বিমার প্রিমিয়াম, টেলিভিশন, AC, ফ্রিজ, ওয়াশিং মেশিন, সিমেন্ট, গাড়ি এবং বাইক-সহ ১৭৫টি পণ্যের ওপর GST-র হার কমানোর প্রস্তাব রয়েছে। এর ফলে সাধারণ মানুষের স্বস্তি মিলতে পারে। কাউন্সিলের বৈঠকে অনুমোদন মিললে ২২ সেপ্টেম্বর থেকে চালু হবে নতুন GST পরিকাঠামো।






















