আমদাবাদের ফাঁকা ফ্ল্যাট থেকে উদ্ধার ৪ শিশু-নাবালক সহ একই পরিবারের ৬ জনের ঝুলন্ত দেহ
যে ফ্ল্যাট থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়, তা ওই পরিবারের
আমদাবাদ: ফাঁকা ফ্ল্যাটে একই পরিবারের ৬ জনের রহস্যমৃত্যু। মৃতদের তালিকায় ২ শিশু ও ২ নাবালক রয়েছে -- যাদের বয়স ৭ থেকে ১২-র মধ্যে। সকলকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গুজরাতের আমদাবাদ শহরে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে অমৃশ পটেল (৪২) ও গৌরং পটেল (৪০) ও তাঁদের চার সন্তানের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। অমৃশ ও গৌরং সম্পর্কে ভাই। যে ফ্ল্যাট থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়, তা ওই পরিবারের।
পুলিশ জানিয়েছে, শহরের ভিন্ন প্রান্তে বসবাস করতেন পটেল ভাই-রা। গত ১৭ তারিখ, অর্থাৎ বুধবার সন্তানদের নিয়ে নিজ নিজ বাড়ি থেকে বের হন। স্ত্রী-দের বলে যান, একটু ঘুরতে যাচ্ছেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত না ফেরায়, খোঁজ করতে স্ত্রীরা যান ওই ফাঁকা ফ্ল্যাটে। কিন্তু, তা ভেতর থেকে তালা দেওয়া ছিল। এরপর, মহিলারা পুলিশের দ্বারস্থ হন।
পুলিশের অনুমান, চার সন্তানকে ঘুমের ওষুধ মেশানো খাবার খাইয়ে তাদের মেরে সিলিং থেকে ঝুলিয়ে দেন অমৃশ ও গৌরং। পরে, নিজেরাও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ ২ ভাইয়ের দেহ বসার ঘর থেকে উদ্ধার করে। ২ কন্যা কীর্তি(৯) ও সনভি(৭)-এর দেহ রান্নাঘর ও ১২ বছরের আরও ২ সন্তান ময়ূর ও ধ্রুবের দেহ শোয়ার ঘর থেকে উদ্ধার করে।
দেহগুলিকে পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। পুলিশ গোটা বিষয়টির তদন্ত করে দেখছে।