Gujarat's Firecracker Blast: বাংলার পরে গুজরাত, বেআইনি বাজির গুদামে ভয়ঙ্কর বিস্ফোরণ, মর্মান্তিক মৃত্যু ১৮ জনের
Gujarat Blast: এই ঘটনায় আহত আরও ৫ জন। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে উড়ল বাজি গুদামের ছাদ।

নয়া দিল্লি: বাংলার পরে গুজরাত, ফের বাজি কাড়ল প্রাণ! গুজরাতের বনসকাণ্ঠায় বেআইনি বাজির কারবার, ১৮ জনের মৃত্যু হয়েছে। গুজরাতের বনসকাণ্ঠায় বাজির গুদামে অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়েছে বলে পিটিআই সূত্রে খবর। বাড়তে পারে মৃত্যুমিছিল, এমনটাই আশঙ্কা।
বেআইনি বাজির গুদামে বিধ্বংসী আগুন লাগে। এই ঘটনায় আহত আরও ৫ জন। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে উড়ল বাজি গুদামের ছাদ। ধ্বংসস্তূপে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা।
দিসা শহরের কাছে একটি শিল্প এলাকায় সকাল ৯.৪৫ নাগাদ এই ঘটনা ঘটে। পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা জানিয়েছেন, ভয়াবহ বিস্ফোরণের পর ভবনের স্ল্যাব ধসে ১৮ জনের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছেন। তিনি জানিয়েছেন, নিহতরা মধ্যপ্রদেশের শ্রমিক এবং তাদের পরিবারের সদস্য এবং তাদের বেশিরভাগই তাদের উপর স্ল্যাব ধসে মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে বলা হয়েছে, ইউনিটটি আতশবাজি সংরক্ষণের জন্য তৈরি ছিল এবং এখনও পর্যন্ত কোনও সূত্র পাওয়া যায়নি যে আতশবাজি তৈরি করা হচ্ছিল। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। এক্স পোস্টে তিনি বলেছেন, 'বাজি গুদামে আগুন লেগে এবং স্ল্যাব ধসে শ্রমিকদের মৃত্যুর ঘটনা হৃদয়বিদারক। এই শোকের মুহূর্তে নিহতদের আত্মীয়দের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুর্ঘটনায় ত্রাণ, উদ্ধার এবং চিকিৎসা কাজের বিষয়ে আমি প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছি। আহতদের দ্রুত সময়ের মধ্যে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি। রাজ্য সরকার নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা সাহায্য ঘোষণা করছি।'
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও এই ঘটনায় মধ্যপ্রদেশের শ্রমিকদের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। যাদব বলেছেন যে মধ্যপ্রদেশ সরকার গুজরাট কর্তৃপক্ষের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে। তিনি বলেছেন যে ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পূর্ণ সহায়তা প্রদান করা হবে। শ্রমিকদের সহায়তা এবং তাদের পরিবারকে সাহায্য করার জন্য প্রয়োজনীয় সকল প্রচেষ্টা করা হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
