Rajkot Fire: রাজকোটের গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৯ শিশু সহ কমপক্ষে ২৪
Rajkot Fire: গুজরাটের রাজকোটের টিআরপি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে শিশু সহ মৃত্যু হল কমপক্ষে ২৪ জনের। ঘটনাস্থলে মৃতদেগগুলি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চলছে উদ্ধার কাজও।
রাজকোট: গুজরাটের (Gujrat) একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শিশু সহ মৃত্যু হল কমপক্ষে ২৪ জনের। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটের টিআরপি গেমিং জোনে (Rajkot TRP Game zone)। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি জখমদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালাচ্ছে দমকলও।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আচমকা আগুন লেগে যায় রাজকোটের টিআরপি গেমিং জোনে। এর ফলে এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জখম হয়েছেন আরও একাধিক জন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
#WATCH | Gujarat: A massive fire breaks out at the TRP game zone in Rajkot. Fire tenders on the spot. Further details awaited. pic.twitter.com/f4AJq8jzxX
— ANI (@ANI) May 25, 2024
এপ্রসঙ্গে রাজকোট দমকল বিভাগের একজন আধিকারিক আরএ জোবান বলেন, আমরা এখনও পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারছি না। দুদিক থেকেই মৃতদেহগুলি উদ্ধার করার চেষ্টা করছি আমরা। এখনও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গব বলেন, শনিবার দুপুরে টিআরপি গেমিং জোনে আচমকা আগুন লেগে যায়। খবর পেয়েই সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আগুন। দুর্ঘটনাস্থল থেকে যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহগুলি উদ্ধার করার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত মোট ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী ময়নাতদন্তের জন্য ওই মৃতদেহগুলি হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি কীভাবে আগুন লাগল তার তদন্তও করা হচ্ছে। ওই গেমিং জোনটি যুবরাজ সিং সোলাঙ্কি নামে এক ব্যক্তির বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার কাজ সম্পূর্ণ হওয়ার পরেই আমরা এই বিষয়ে পরবর্তী তদন্ত শুরু করব।
দিকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই টুইট করে এই বিষয়ে আন্তরিক সমবেদনা জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং প্যাটেল। নিজের এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেন, "রাজকোটের গেমিং জোনে আগুন লাগার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পৌরসভা ও প্রশাসনকে। অবিলম্বে জখম হওয়া মানুষদের উদ্ধার করে তাঁদের দ্রুত চিকিৎসা করার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
দমকলের এক আধিকারিক আইভি খের বলেন, "এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। বিধ্বংসী এই আগুন নেভানোর জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এখনও পর্যন্ত এই দুর্ঘটনার ফলে নিখোঁজ হওয়ার কোনও খবর পায়নি। কিছু সরঞ্জাম না থাকার জন্য আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সমস্যায় পড়েছি। "
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।