Hajj Pilgrim Death: হজে মৃত্যু ৯৮ ভারতীয় তীর্থযাত্রীর! মোট মৃত্যু পেরিয়েছে ১০০০! প্রবল গরমের জের?
Hajj Deaths 2024: ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছে এখনও পর্যন্ত ৯৮ জন ভারতীয় তীর্থযাত্রী
কলকাতা: হজ তীর্থে গিয়ে এই বছর এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৯৮ জন তীর্থযাত্রী। বয়সজনিত কারণ, অসুস্থতা-সহ বিভিন্ন কারণে এই মৃত্যু হয়েছে। শুক্রবার এমনটাই জানানো হয়েছে ভারতের বিদেশমন্ত্রকের তরফে। এই বছরের হজযাত্রা (mecca)বারবার আলোচনার উঠে এসেছে তীব্র তাপপ্রবাহ এবং চড়া তাপমাত্রা। এই বছর ভারত থেকে ১ লক্ষ ৭৫ হাজার বাসিন্দা হজ (hajj) তীর্থযাত্রায় গিয়েছেন।
ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, এই বছর ১ লক্ষ ৭৫ হাজার জন হজযাত্রায় গিয়েছেন। এখনও পর্যন্ত ৯৮ জন ভারতীয় মারা গিয়েছেন। স্বাভাবিক অসুস্থতা, প্রাকৃতিক কারণ, দীর্ঘকালীন অসুস্থতা, বার্ধক্যজনিত কারণ-এমন বিভিন্ন কারণে এই মৃত্যুগুলি (hajj deaths 2024) ঘটেছে। তিনি আরও জানিয়েছেন, আরাফতের দিন ৬ জন ভারতীয় মারা গিয়েছেন, চার ভারতীয় দুর্ঘটনায় মারা গিয়েছেন। তিনি জানান, গত বছর হজযাত্রায় (saudi arabia hajj deaths) গিয়ে মারা গিয়েছিলেন ১৮৭ জন।
This year, we have 175,000 Indians who have already visited Hajj... So far, we have lost 98 of our citizens. These deaths have happened on account of natural illness, natural causes, chronic illness, and also old age. Last year the figure of Indians who died in Hajj was 187...:… pic.twitter.com/lwa8qLrUHg
— All India Radio News (@airnewsalerts) June 21, 2024
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, AFP-এ জানিয়েছেন, এখনও পর্যন্ত ১০টি দেশ থেকে হজযাত্রায় গিয়ে মৃত্যুর খবর সামনে এসেছে। সেই মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত হাজার পেরিয়েছে।
হজ (hajj 2024) কখন হবে তা স্থির করা হয় ইসলামিক চন্দ্র ক্যালেন্ডার (Lunar Islamic Calendar) অনুযায়ী।- এবার এমন সময়ে হজযাত্রার সময় পড়েছে যখন সৌদি আরবে ভয়াবহ গরম থাকে। এএফপি সূত্রের খবর, ইজিপ্ট, ইন্দোনেশিয়া, জর্ডন, পাকিস্তান-সহ একাধিক দেশের হজযাত্রী মারা (saudi arabia hajj deaths) গিয়েছেন। এছাড়াও, মালয়েশিয়া, ইরান, তিউনিশিয়া, সুদানের হজযাত্রীও মারা গিয়েছেন বলে খবর।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, অত্যধিক গরমেই এবার মৃত্যুর খবর ঘটছে। অনেকক্ষেত্রেই নথিবদ্ধ নয় এমন তীর্থযাত্রীর ভিড় হয় এখানে। অফিসিয়াল পারমিট না থাকায় এয়ার কন্ডিশনড যে ব্য়বস্থা করা হয়েছে সেখানে তাঁরা থাকতে পারেন না, তার জন্য় প্রবল গরমের (mecca temperature) মুখোমুখি হতে হচ্ছে তাঁদের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সরকারি চাকরি না করেও সহজেই হাতে পাবেন পেনশন! কী উপায়?