Corornavirus Update:হরিয়ানার করনালে সৈনিক স্কুলে করোনার থাবা, আক্রান্ত ৫৪ ছাত্র
করনালের চিফ মেডিক্যাল অফিসার ড. পীযূষ শর্মা বলেছেন, কুঞ্জপুরা সৈনিক স্কুলের তিন ছাত্রের করোনা টেস্ট গতকাল পজিটিভ আসে। এরপর ওই ছাত্রদের সংস্পর্শে যারা এসেছে এবং হোস্টেলের আবাসিক ৩৯০ ছাত্রের করোনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে আজ ৫৪ জনের রিপোর্ট পজিটিভ আসে।
হরিয়ানা: গত এক বছরের বেশি সময় ধরে সারা বিশ্বজুড়েই করোনাভাইরাসের দাপট অব্যাহত। চলতি বছরের শুরুর দিক থেকে টিকাকরণ অভিযানও শুরু হয়েছে। জনজীবন ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে। এরইমধ্যে হরিয়ানায় কুঞ্জপুরায় সৈনিক স্কুলে ৫৪ ছাত্রর করোনা টেস্ট পজিটিভ এসেছে।স্বাভাবিকভাবেই এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে কর্তৃপক্ষের। মঙ্গলবার রাত পর্যন্ত করনালে মোট ৭৮ জন আক্রান্ত হওয়ার খবর পাওযা গিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে আরও একবার করোনার বিরুদ্ধে কোনও ধরনের গাফিলতি না করার জন্য সাধারণ মানুষের কাছে আর্জি জানানো হয়েছে।
করনালের চিফ মেডিক্যাল অফিসার ড. পীযূষ শর্মা বলেছেন, কুঞ্জপুরা সৈনিক স্কুলের তিন ছাত্রের করোনা টেস্ট গতকাল পজিটিভ আসে। এরপর ওই ছাত্রদের সংস্পর্শে যারা এসেছে এবং হোস্টেলের আবাসিক ৩৯০ ছাত্রের করোনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে আজ ৫৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। এই সৈনিক স্কুলে হরিয়ানা ছাড়াও বিভিন্ন রাজ্যের পড়ুয়ারা পড়াশোনা করেন।
উল্লেখ্য, মহারাষ্ট্র, কেরল, পঞ্জাবের মতো রাজ্যগুলিতে করোনা আক্রান্তর সংখ্যা দ্রুত বাড়ছে। এরইমধ্যে পঞ্জাবের প্রতিবেশী হরিয়ানায় একই জায়গাতে এত বেশি সংখ্যায় করোনা আক্রান্ত হওযার ঘটনা নিঃসন্দেহে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এর পরিপরিপ্রেক্ষিতে হরিয়ানা সরকার সমস্ত জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।