এক্সপ্লোর
Advertisement
বিয়ের আসরে মাস্ক না পরায় ১০ হাজার টাকা জরিমানা নবদম্পতিকে, সেই অর্থে মাস্ক কেনা হবে হোসিয়ারপুরের বাসিন্দাদের জন্য
আদালতে বিয়ের যে ছবি তাঁরা পেশ করেন, তাতে মাস্ক পরা নেই দেখে তাঁদের জরিমানা করেন বিচারপতি হরিপাল বর্মার বেঞ্চ।
নয়াদিল্লি: পরিবারের অমতে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করা যুগলকে বিয়ের সময় মাস্ক না পরায় ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। প্রেমিকযুগল আদালতের শরণাপন্ন হয়ে আবেদন করেছিলেন, তাঁদের দুই পরিবার এই বিয়ে মানবে না, তাঁদের সুরক্ষা দেওয়া হোক। কিন্তু আদালতে বিয়ের যে ছবি তাঁরা পেশ করেন, তাতে মাস্ক পরা নেই দেখে তাঁদের জরিমানা করেন বিচারপতি হরিপাল বর্মার বেঞ্চ। আদালতের আদেশে বলা হয়, পিটিশনের সঙ্গে জুড়ে দেওয়া ছবি থেকে দেখা যাচ্ছে, বিয়ের আসরে আবেদনকারীরা এবং সেখানে হাজির কেউই মাস্ক পরেননি, যা কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে ব্যবহার করা বাধ্যতামূলক। পিটিশনারদের ১০ হাজার টাকা জরিমানা জমা দিতে নির্দেশ দেওয়া হল। মঙ্গলবার থেকে ১৫দিনের মধ্যে এই অর্থ হোসিয়ারপুর ডিসি-তে জমা দিতে হবে। হোসিয়ারপুরের বাসিন্দাদের মাস্ক কিনে দিতে খরচ করা হবে ওই অর্থ।
২৩ মে ওই যুগল গুরদাসপুরের এসএসপি-কে দেওয়া আবেদনে জানিয়েছিলেন, তাঁদের জীবন, স্বাধীনতা বড় বিপদের মুখে পড়েছে। তাঁদের কৌঁসুলি সওয়াল করেন, ওই যুগল প্রাপ্তবয়স্ক, আইন মেনেই বিয়ে করেছেন। কিন্তু দুই পরিবার বিয়েটা মানতে নারাজ।
প্রসঙ্গত, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ সম্প্রতি ফেসবুক পোস্টে লেখেন, পঞ্জাবে এখন মাস্ক পরা বাধ্যতামূলক। স্বাস্থ্যসচিব এ ব্যাপারে পূর্ণাঙ্গ অ্যাডভাইসরি জারি করছেন। শুধু মনে রাখবেন, কোনও জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বেরলেই মাস্ক পরতে হবে। শুধু লাগবে এক টুকরো কাপড়। আসুন সবাই নিরাপদ থাকি, একসঙ্গে কোভিড-১৯ এর মোকাবিলা করি।
আদালত গুরদাসপুরের পুলিশ সুপারকে নববিবাহিত যুগলের জীবন, স্বাধীনতা অক্ষুন্ন থাকা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement