এক্সপ্লোর
Advertisement
গত ১৪ দিনে বিদেশ সফরে গেলে ডাক্তারদেরও থাকতে হবে কোয়ারেন্টিনে, করাতে হবে কোভিড-১৯ টেস্ট, নয়া নির্দেশিকায় জানাল স্বাস্থ্য মন্ত্রক
শুধু অন্যদের সম্পর্কে নয়, ডাক্তারদের নিজেদের ট্রাভেল হিস্ট্রিও সেলফ ডিক্লেয়ারেশন ফর্মে জানাতে হবে বিষদে। যদি গত ১৪ দিনের মধ্যে কোনও ডাক্তার বিদেশ থেকে ফিরে থাকেন, তাঁদের যদি কোনও লক্ষণ থাকে, তাহলে হাসপাতালে কোয়ারেন্টিন থাকতে হবে তাঁদেরও।
নয়াদিল্লি: কোভিন ১৯ - এ আক্রান্তদের সম্পর্কে সরকারকে তথ্য জানানোর ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। কেন্দ্রের এই নির্দেশিকায় বলা হয়েছে, করোনা হতে পারে বা করোনা আক্রান্তরা যেন আইসোলেশনে থাকেন, বিষয়টি সুনিশ্চিত করতে হবে। তারা যেন উপযুক্ত চিকিৎসা পান, সে বিষয়ে নজর রাখতে হবে। সেই সঙ্গে সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদেরও চিহ্নিত করতে হবে দ্রুত।
শুধু অন্যদের সম্পর্কে নয়, ডাক্তারদের নিজেদের ট্রাভেল হিস্ট্রিও সেলফ ডিক্লেয়ারেশন ফর্মে জানাতে হবে বিশদে। যদি গত ১৪ দিনের মধ্যে কোনও ডাক্তার বিদেশ থেকে ফিরে থাকেন, তাঁদের শরীরে করোনা ভাইরাসের যদি কোনও লক্ষণ থাকে, তাহলে হাসপাতালে কোয়ারেন্টিন থাকতে হবে তাঁদেরও। নিয়মমাফিক তাঁদেরও কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে।
এই বিষয়ে শুধু সরকারি প্রতিষ্ঠানগুনিকেই সচেতন হলে হবে না, সহযোগিতা করতে হবে বেসরকারি সংস্থাগুলিকেও।
স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, যে কোনও সরকারি বা বেসরকারি হাসপাতালের চিকিৎসক, মেডিক্যাল অফিসার, রেজিস্টারড প্রাইভেট প্র্যাকটিশনারা যে কোনও করোনা আক্রান্ত সম্পর্কে তথ্য ডিস্ট্রিক্ট সারভেইলেন্স ইউনিটকে জানাতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement