এক্সপ্লোর
Advertisement
মার কিছু হয়নি, ভালো আছেন, জানালেন হেমা মালিনী কন্যা এষা দেওল
এষার ট্যুইটে বেশ কয়েক জন ফ্যান লিখেছেন, আপনি এই খবর দিয়ে সত্যিই আশ্বস্ত করলেন।
মুম্বই: অমিতাভ বচ্চন এবং অভিষেক, অনুপম খেরের ভাই, ভাইয়ের বউ এবং মা এবং অভিনেত্রী রেখার বাড়ির নিরাপত্তাকর্মী করোনা আক্রান্ত হওয়া পর থেকেই গুজবের ঢল নেমে গিয়েছে টিনসেল টাউনে। একবার রটে যাচ্ছে রণবীর ও তাঁর মা নীতু কপূর করোনা আক্রান্ত, তো পরক্ষণেই শোনা যাচ্ছে হেমা মালিনী আক্রান্ত। রণবীরের খবর গুজব বলে আগেই নস্যাৎ করে দিয়েছেন বোন ঋদ্ধিমা কপূর। আর এবার এষা দেওল জানালেন তাঁর মা হেমা মালিনী ভালো আছেন। তাঁর আক্রান্ত হওয়ার খবর একেবারেই গুজব।
এষা ইনস্টাগ্রামে লিখেছেন, আমার মা ভালো আছেন। অনুগ্রহ করে তাঁর আক্রান্ত হওয়ার খবর নিয়ে গুজব ছড়াবেন না। মা ভালো আছেন। তিনি কোভিড আক্রান্ত হননি। যাঁরা তাঁর খবর নিয়ে চিন্তায় ছিলেন তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল।
My mother @dreamgirlhema is fit & fine 🧿 ! The news regarding her health is absolutely fake so please don’t react to such rumours! Thanks to everyone for their love & concern . ♥️🙏🏼
— Esha Deol (@Esha_Deol) July 12, 2020
এষার ট্যুইটে বেশ কয়েক জন ফ্যান লিখেছেন, আপনি এই খবর দিয়ে সত্যিই আশ্বস্ত করলেন।
কিছুক্ষণ পর হেমাও একটি ভিডিও পোস্ট করে জানান, তিনি সুস্থ।
— Hema Malini (@dreamgirlhema) July 12, 2020
মথুরার সাংসদ হেমা মালিনী সম্প্রতি স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন, ৬৫ বছরের বেশি বয়স্ক অভিনেতাদের এখন কিছুদিন ফ্লোরে শ্যুটিং না করতে দিলে ভালো হয়। এই অভিনেতাদের মধ্যে অমিতাভ বচ্চন, অনুপম খের প্রমুখের নাম ছিল। অমিতাভের কোভিড আক্রান্ত হওয়ার খবর শুনে হেমা ট্যুইট করে তাঁর দ্রুত সুস্থতার প্রার্থনা করেছেন। প্রার্থনা করেছেন এষা দেওলও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement