Madhyamgram : নামের পাশে নেই নম্বর ! মধ্যমগ্রামের স্কুলে উচ্চমাধ্যমিক ছাত্রীদের বিক্ষোভ
মধ্যমগ্রাম এপিসি গার্লস হাই স্কুল। এই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও নম্বর আসেনি। সেই কারণে ছাত্রী এবং অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন।
সমীরণ পাল, মধ্যমগ্রাম : গতকাল ঘোষিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল। ফল ঘোষণার পর থেকে কোথাও ফেল করায় বিক্ষোভ তো কোথাও নামের পাশে নম্বর খুঁজে না পাওয়ার মতো অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ চলল আজ। এরকমই ঘটনা দেখা গেল মধ্যমগ্রাম এপিসি গার্লস হাই স্কুলেও।
অভিযোগ, এই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও নম্বর আসেনি। সেই কারণে ছাত্রী এবং অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ। বিক্ষোভের জেরে অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসে স্কুল কর্তৃপক্ষ। এব্যাপারে স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ছাত্রীদের অভিযোগ, গতকাল থেকে তারা তাদের নামের পাশে কোনও নম্বর খুঁজে পায়নি।
এদিকে উচ্চমাধ্যমিকে ফেল করায় আজ বেহালা বড়িশা জনকল্যাণ গার্লস বিদ্যাপীঠ স্কুলের সামনে বিক্ষোভ দেখায় একাংশ ছাত্রী। কান্নায় ভেঙে পড়ে তারা। ছাত্রীদের অভিযোগ, তারা মাধ্যমিকে ভাল ফল করলেও, উচ্চমাধ্যমিকে এই স্কুলে বেশিরভাগ ছাত্রীকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ তাদের কোনও কথাই শুনছে না। অবিলম্বে পাস করানোর দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় ছাত্রীরা।
এছাড়া নদিয়ার শান্তিপুর বাগআঁচড়া উচ্চ বিদ্যালয়ের ৭২ জন উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রী ফেল করেছে। এই ঘটনায় রাস্তার টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় একাংশ ছাত্রছাত্রী। এ বছর ওই স্কুলে মোট ১৮৫ জন পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এদের মধ্যে ৭২ জন ফেল করেছে। তাদের পাস করিয়ে দেওয়ার দাবি তুলে স্কুলের শিক্ষকদের ঘেরাও, স্কুলের বাইরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।
তারা দাবি জানায়, যেহেতু এবছর কোনও পরীক্ষা হয়নি, তাই সকলকেই যেভাবে পাস করানো হয়েছে, একইভাবে তাদেরও পাস করিয়ে দিতে হবে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর চট্টোপাধ্যায় ছাত্র-ছাত্রীদের কথার মান্যতা দিয়ে বলেন, ওদের ক্ষোভ হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে। এত ছেলে-মেয়ে একসাথে ফেল করার নিদর্শন এর আগে কোনও বিদ্যালয়ে হয়েছে বলে আমার জানা নেই। এ বছর যেখানে এত সংখ্যক পাস করেছে ! গোটা বিষয় নিয়ে কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।