এক্সপ্লোর
Advertisement
ভারত-মার্কিন বন্ধুত্ব ‘মহান’, দু বছর বাদে ভারত ফিরতে পেরে সম্মানিত, ট্যুইট ইভাঙ্কার
বাবার সঙ্গে ভারত সফরে রওনা হওয়ার আগে করা ট্যুইটে ভারত-মার্কিন বন্ধুত্বের প্রসঙ্গও টেনেছেন ইভাঙ্কা।
নয়াদিল্লি: ২ বছর বাদে আবার ভারত সফরে এসে তিনি সম্মানিত বোধ করছেন বলে জানালেন ইভাঙ্কা ট্রাম্প। ট্যুইট করে জানালেন সেকথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা দু বছর আগে হায়দরাবাদে বিশ্ব বাণিজ্য সম্মেলনে এসেছিলেন। সেকথা স্মরণ করেছেন ইভাঙ্কা।
Two years after joining @narendramodi at the Global Entrepreneurial Summit in Hyderabad, I am honored to return to India with @POTUS and @FLOTUS to celebrate that the grand friendship between the world’s two largest democracies has never been stronger! ???????? ???????? pic.twitter.com/r1d5fl9mtq
— Ivanka Trump (@IvankaTrump) February 23, 2020
গতবারের সফরের ছবি ট্যুইটে শেয়ার করে তিনি লিখেছেন, হায়দরাবাদের গ্লোবাল এন্টারপ্রেনরিয়াল সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যোগ দেওয়ার দুবছর বাদে ভারতে ফিরে আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাবার সঙ্গে ভারত সফরে রওনা হওয়ার আগে করা ট্যুইটে ভারত-মার্কিন বন্ধুত্বের প্রসঙ্গও টেনেছেন ইভাঙ্কা। লিখেছেন, বিশ্বের দুই বৃহত্তম গণতন্ত্রের মহান বন্ধুত্ব এত জোরদার আগে কখনও ছিল না।
ইভাঙ্কার মার্কিন প্রেসিডেন্টের কন্যা হওয়ার পাশাপাশি আরেক পরিচয়, শিল্পোদ্যোগী হিসাবেও। চলতি সফরে তাঁর স্বামীও এসেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement