July Hottest Month : গত ১০০ বছরের বেশি সময়েও এত গরম পড়েনি ! রেকর্ড গড়ল এবছরের জুলাই, বলছে NASA
NASA: '১৮৮০ সাল থেকে যে রেকর্ড সংগ্রহে রয়েছে,তার ভিত্তিতে তখন থেকে এখন পর্যন্ত এই জুলাই রেকর্ডে সবচেয়ে উষ্ণ মাস।' বলছে NASA র Goddard Institute of Space Studies
ওয়াশিংটন : গরমের সব রেকর্ড ভেঙে দিয়েছে এই বছরের জুলাই ( July 2023 )। বিশ্বব্যাপী তাপমাত্রার রেকর্ড বলছে জুলাই অন্য যে কোনও মাসের থেকে বেশি গরম ছিল। রেকর্ড ঘেঁটে এমনটাই জানিয়েছে, NASA র Goddard Institute of Space Studies. (GISS)।
রেকর্ড বলছে এই বছরের July তে ০.২৪ ডিগ্রি বেশি গরম ছিল অন্য যে কোনও জুলাইয়ের থেকে। এবং এই হিসেব কোনও নির্দিষ্ট দেশের ভিত্তিতে নয়, সারা পৃথিবীর তাপমাত্রার গড় হিসেবের ভিত্তিতে। ১৯৫১ সাল থেকে ১৯৮০ সালের মধ্যে সারা বিশ্বে জুলাই মাসে যে গড় তাপমাত্রা ছিল তার থেকে এই বছরের জুলাইয়ের তাপমাত্রা ১.১৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।
হাজার হাজার meteorological station, ship and buoy-based instruments থেকে এই বিশ্লেষণের জন্য ডেটা সংগ্রহ করা হয়। GISS এর এই বিশ্লেষণ বহু দশক এবং শতাব্দী ধরে দীর্ঘমেয়াদী তাপমাত্রার পরিবর্তনের বিষয়টি তুলে ধরে।
GISS এর কর্মকর্তা (Director ) গ্যালভিন ( Gavin Schmidt ) জানিয়েছেন, “এ বছরের জুলাই মাসটি শুধুমাত্র আগের যে কোনও জুলাইয়ের চেয়ে উষ্ণ ছিল তাই নয়, ১৮৮০ সাল থেকে যে রেকর্ড সংগ্রহে রয়েছে,তার ভিত্তিতে তখন থেকে এখন পর্যন্ত এই জুলাই রেকর্ডে সবচেয়ে উষ্ণ মাস। এটি স্বাভাবিক নয়। বিশ্বজুড়ে এই উষ্ণায়ন নিঃসন্দেহে উদ্বেগজনক। এই উষ্ণতা বৃদ্ধি মূলত মনুষ্য সৃষ্ট গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্যই এবং গড় তাপমাত্রার এই বৃদ্ধি বিপজ্জনক ! ' তিনি আরও বলেন যে, প্রশান্ত মহাসাগরে এল নিনোর উপস্থিতি আগামী বছর তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারে।
বিশ্ব উষ্ণায়ন যে কোন দিকে নিয়ে চলেছে, তা পরিষ্কার এই পরিসংখ্যানে। মার্কিন সরকারের জলবায়ু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে মোটামুটি ৫০ শতাংশ নিশ্চিত হয়ে বলা যায় যে, ২০২৩ সবচেয়ে উষ্ণ বছর হতে পারে। এমনও হতে পারে আগামী বছর আরও বেশি গরম পড়ল !
সোমবার, NOAA এবং NASA উভয়ই জানিয়েছে, গত ১৭৪ বছরের রেকর্ড বলছে, এ বছরের জুলাই -ই এখনও পর্যন্ত পৃথিবীর রেকর্ডে সবচেয়ে উষ্ণ মাস।
বিশেষ উল্লেখযোগ্য, দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, উত্তর আমেরিকা এবং অ্যান্টার্কটিকার কিছু অংশে তাপমাত্রা গড়ে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
আরও পড়ুন :
আজ ও কাল ভারী বৃষ্টির ইঙ্গিত দক্ষিণবঙ্গে, কোথায় কোথায় বর্ষণের দাপট?