Sonam Raghuwanshi: ম্যাট্রিমোনিয়াল সাইট দেখে পছন্দ, পাকা কথা হয়…সোনম ও রাজার বিয়ে নিয়ে নয়া তথ্য
Sonam Raghuwanshi News: সোনম ও রাজার পরিচয় কোথায়? বিয়ে ঠিকই বা করলেন কে? সামনে এল নয়া তথ্য।

নয়াদিল্লি: মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুনের অভিযোগ। গোটা দেশে খবরের শিরোনামে উঠে এসেছেন সোনম রঘুবংশী। প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে ষড়যন্ত্র করে, ভাড়াটে খুনি দিয়ে তিনি স্বামী রাজা রঘুবংশীকে খুন করান বলে জানা যাচ্ছে। কিন্তু সোনম ও রাজার পরিচয় কোথায়? বিয়ে ঠিকই বা করলেন কে? সামনে এল নয়া তথ্য। (Sonam Raghuwanshi)
জানা যাচ্ছে, ম্যাট্রিমোনিয়াল অ্যাপে সোনমের জন্য পাত্র খুঁজছিলেন তাঁর পরিবারের লোকজন। সেখানে রাজাকে দেখে পছন্দ হয় তাঁর মা বাবার। রাজার তুতো ভাই অর্পিত সেকথা প্রকাশ করেছেন। আগে থেকে দুই পরিবারের মধ্যে কোনও চেনাশোনা ছিল মা বলে জানিয়েছেন তিনি। (Sonam Raghuwanshi News)
অর্পিত জানিয়েছেন, সোনম এবং রাজার পরিবার মধ্যপ্রদেশের ইন্দৌরেরই বাসিন্দা। বিয়ে ঠিক হওয়ার পর বেশ কয়েক বার দেখাও করেন পরিবারের সদস্যরা। গত ১০ ফেব্রুয়ারি সোনমের বাড়িতেই হয় বিয়ের পাকা কথা।
DIG Western Range of Meghalaya, Davis N R Marak, informed that #SonamRaghuwanshi has confessed that she is part of the conspiracy.
— All India Radio News (@airnewsalerts) June 12, 2025
However, police is still establishing who the mastermind behind the crime is.
He said both Raj and Sonam are pointing fingers at each other as to… pic.twitter.com/k2S60yW3JE
বিয়ের পর ইন্দৌর থেকে মেঘালয়ে মধুচন্দ্রিমায় যান সোনম এবং রাজা। সেখানেই ভাড়াটে খুনি দিয়ে রাজাকে খুন করান সোনম। জানা যাচ্ছে, নিজেদের কারখানার কর্মী রাজের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। কিন্তু সোনমের পরিবার সেই সম্পর্ক মেনে নেয়নি। পরিবারের চাপে রাজাকে বিয়ে করতে বাধ্য হলেও, বিয়ের পর থেকেই রাজাকে সরানোর ছক কষতে শুরু করেন তিনি।
জানা গিয়েছে, বিয়ে হলেও, রাজার ঘনিষ্ঠ হননি সোনম। কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে তবেই শারীরিক মিলনে লিপ্ত হবেন বলে জানান। প্রেমিককে জানান, রাজা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, যা তাঁর ভাল লাগছে না। এর পরই রাজাকে মেঘালয়ে নিয়ে নিয়ে খুনের পরিকল্পনা বলে জানাচ্ছেন তদন্তকারীরা।
গোটা ঘটনায় প্রথমে সোনমের পক্ষ নিচ্ছিলেন তাঁর পরিবার। তাঁদের মেয়ে এমন কাজ করতে পারেন না বলেই দাবি করছিলেন। কিন্তু পর পর যে তথ্য উঠে আসছে, তাতে সোনমের দাদা জানিয়েছেন, সোনমই খুন করেছেন বলে নিশ্চিত তাঁরা। আইনি লড়াইয়ে রাজার পরিবারের পাশে থাকবেন বলেও জানিয়েছেন।






















